কংগ্রেস মুখপাত্র পবꦓন খেরাকে সম্প্♕রতি গ্রেফতার করেছিল অসম পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করার জেরে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। পরে তিনি অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পান। তবে সোমবার সুপ্রিম কোর্ট কংগ্রেস নেতা পবন খেরাকে গ্রেফতারির ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ কিছুটা বৃদ্ধি করেছে। প্রসঙ্গত গত সপ্তাহে দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পবন খেরাকে নিজের হেফাজতে নিয়েছিল অসম পুলিশ।
পবন খেরার বিরুদ্ধে অসম থেকে একটি ও উত্তরপ্রদেশ থেকে দুটি📖 এফআইআর হয়েছিল। তবে পরবর্তী শুনানি পর্যন্ত এই রক্ষাকবচ দিয়েছে আদালত। আগামী শুক্রবার এই শুনানি হতে পারে।
গত বৃহস্পতিবার পবন খেরাকে গ্রেফতার করা হয়েছিল। ইন্ডিগোর ফ্লাইট থেকে নামিয়ে গ্রেফতার করা হয়। তিনি রায়পুরে কংগ্রেসের প্লেনারি সেশনে যোগ দিতে যাচ্ছিলেন। সেই সময় তাঁকে ব♛িমান থেকে নামিয়ে দেওয়া হয়। দিল্লি পুলিশ প্রথমে তাঁকে আটক করে। পরে অসম পুলিশের হাতে তাঁকে তুলে দেওয়া হয়েছিল।
তবে কিছুক্ষণের মধ্য💛েই দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হন খেরার আইনজীবীরা। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় অন্তর্বর্তী জামিনের আবেদন 🧸মঞ্জুর করেন। এরপর মঙ্গলবার পর্যন্ত তাঁর গ্রেফতারির ক্ষেত্রে সুরক্ষা কবচ দেওয়া হয়েছিল।
এদিকে গত ১৭ ফেব্রুয়ারি একটি সাংবাদিক বৈঠকে পবন খেরা মোদীকে নরেন্দ্র গৌতম দাস মোদী বলে উল্লেখ করেছি🀅লেন। তবে পরে অবশ্য় তিনি এনিয়ে সংশোধন করে 𝕴নিয়েছিলেন।
পরে অসমের মুখ্যমন্ত্রী এনিয়ে মুখ খুলেছ꧒িলেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা শুক্রবার জানিয়েছিলেন, কংগ্রেস নেতা পবন খেরা নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত🐬্তিকর মন্তব্য় করার অভিযোগে তিনি গ্রেফতার হয়েছিলেন।
অসমের মুখ্যমন্ত্রী রিট পিটিশনের একটি কপিও শেয়ার করেছিলেন। তিনি টুইট করে লিখেছিলেন, অভিযুক্ত নিঃশর্তে ক্ষমা চেয়েছেন। আমাদের আশা পাবলিক স্পেস🐓ের প্রতি পবিত্রতা বজায় রেখে কেউ যেন রাজনৈতিক ক্ষেত্রে অস♋ভ্য শব্দ ব্য়বহার না করেন। অসম পুলিশ যুক্তিপূর্ণভাবে এই এই বিষয়ট🔯ি খতিয়ে দেখছে।
এদিকে আদালত অন্তর্বর্তী জামিন দেওয়ার পরে কংগ্র🦩েস নেতা জয়রাম রমেশ জানিয়েছিলেন, মোদী সরকারের যাবতীয় প্রচেষ্টা সত্ত্বেও বিচারব্যবস্থা এখনও নিরপেক্ষ আমাদের গণতন্ত্রে। টাইগার জিন্দা হ্যায়, সুপ্রিম কোর্ট জিন্দা হ্যায়।
অসম পুলিশ আদালতে জানিয়েছিল, গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী সম্পর্কে পবন খেরা আপত্তিকর মন্তব্য করেছেন। তবে তাঁর আইনজীবী জানিয়েছিলেন, তিনি তাঁর মন্তব্🅘যের জন্য় ক্ষমা চেয়েছেন। এনিয়ে তাঁকে গ্রেফতারের কোনও 💎প্রয়োজন ছিল না। প্রসঙ্গত অসমের হাফলং থানাতেও পবন খেরার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল।