২৯ ফেব্রুয়ারির পর আর ব্যাঙ্কিং পরিষেবা দিতে পারবে না পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেড। এমনটাই জানিয়ে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই আবহে ২৯ তারিখের পর কি পেটিএম অ্যাপ আর কাজ করবে না? এই নিয়ে সংস্থার সিইও বিজয় শেখর শর্মা সোশ্যাল মিডিয়ায় দাবি করলেন, ২৯ ফেব্রুয়ারির পরেও পেটিএম অ্যাপ কাজ করবে। (আরও পড়ুন: বিতর্কের মাঝে মলদ্বীপের জন🌳্য বাজেটে বরাদ♐্দ বাড়ল ৫০ শতাংশ! খরচের অঙ্ক জানেন কত?)
উল্লেখ্য, পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের ওপর যে খাড়া নামতে চলেছে তার আভাস মিলছিল সেই ২০২২ সাল থেকেই। সেই বছর মার্চ মাসেই আরবিআই-এর তরফে পেটিএম-কে নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা আর কোনও গ্রাহককে তাদের পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের সঙ্গে যোগ করতে পারবে না। এরপর গতকাল, ৩১ জানুয়ারি পেটিএম পেমেন্টস ব্যাঙ্ককে আরও শাস্তি দিল ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক। এই পরিস্থিতিতে পেটিএম সিইও বিজয় শেখর শর্মা বলেন, 'আমরা আগে যেমন অন্য ব্যাঙ্কের সঙ্গে কাজ করতাম, সেট💦া করব। পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের সঙ্গে কাজ করব না। এর ফরে পেমেন্টস ব্যাঙ্কের ওপর আরবিআই-এর নিষেধাজ্ঞার জেরে পেটিএম-এর ওপর কোনও প্রভাব পড়বে না।'
সংস্থার সিইও-র কথায়, 'পেটিএমকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রಞে সাহায্য করা প্রতিটি কর্মীকে অভিনন্দন জানাতে চাই আমি।' জানা গিয়েছে, পেমেন্টস ব্যাঙ্কের থেকে আলাদা হয়ে যাবে পেটিএম। এদিকে রিজার্ভ ব্যাঙ্কের নিষেধাজ্ঞার পরই বৃহস্পতি থেকে ধস নেমেছে পেটিএমের শেয়ারে। বৃহস্পতিবার এক ধাক্কায় বেসরকারি ব্যাঙ্কিং সংস্থার শেয়ারের দর ২০ শতাংশ কমে গিয়েছিল। শুক্রবার পেটিএম-এর শেয়ার আরও ২০ শতাংশ পড়ে যায়। এর আগে বুধবার পেটিএমের প্রতিটি শেয়ারের দাম ছিল ৭৬১ টাকা। তবে শুক্রবার পেটিএম-এর শেয়ারের দাম গিয়ে ঠেকেছে ৪৮৭.২০ টাকায়।
আরবিআই জানিয়েছে, তারিখের পর বেসরকারি ব্যাঙ্কিং সংস্থা কোনও গ্রাহকের পেটিএম অ্যাকাউন্ট, ওয়ালেট বা ফাসট্যাগে নতুন করে টাকা জমা নিতে বা ক্রে🐭ডিট লেনদেন করতে পারবে না। শীর্ষ ব্যাঙ্কের সেই ঘোষণার পরেই উদ্বেগ বেড়েছে পেটিএম গ্রাহকদের মধ্যে। তবে তা সত্ত্বেও পেটিএম প্রধান বলেন, 'আর্থিক পরিষেবায় উদ্ভাবন ঘটনানোয় বিশ্ব জুড়ে প্রশংসিত ভারত। পেটিএম সেই ধারা বজায় নিয়ে গিয়ে চ্যাম্পিয়ন হবে।' তিনি আকও বলেন, ' আমরা আমাদের দ𓆉েশের সেবা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।' এদিকে পেটিএম গ্রাহকদের তিনি অভয় প্রদান করার চেষ্টা করেন।