সদ্য আইন মন্ত্রকের দায়িত্ব পেয়ে দেশের বিচার ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন অর্জুন রাম মেঘওয়াল। সকলে যাতে ন্যায় বিচার পান এবং মামলা জমে থাকার সংখ্যা যাতে কম হয় সে বিষয়টির উ🎃পরে গুরুত্ব দিয়েছেন কেন্দ্রের আইনমন্ত্রকের নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী।
মন্তဣ্রকের দায়িত্ব পাওয়ার পর বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেঘওয়াল বলেন, ‘মামলা দীর্ঘদিন চলতেই পারে সেটা কোনও বিষয় নয়, মূল বিষয় হল যাতে মামলা জমে না থেকে এবং মানুষ ন্যায়বিচার পান।’ এর আগে আইনমন্ত্রী ছিলেন কিরেন রিজিজু। বিভিন্ন সময় সুপ্রিম কোর্টের সঙ্গে তাঁর মতবিরোধ প্রকাশ্যে এসেছে। এ নিয়ে বারবার বিতর্কে জড়িয়েছেন প্রাক্তন আইনমন্ত্রী। সেই প্রেক্ষাপটে কিরেন রিজজুকে আইনমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়ে তাঁকে ভূ বিজ্ঞান মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। কিরেনের জায়গায় আইন মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী করা হয়েছে রাজস্থানের বিজেপি সাংসদ অর্জুন রাম মেঘওয়ালকে। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবন থেকে দফতর বদল সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজেপি সূত্রের খবর, বার বার প্রকাশ্যে মন্তব্য করে সরকারের বিড়ম্বনা বাড়িয়েছেন কিরেন। বিচার বিভাগের সঙ্গে সংঘাতে জড়িয়ে সুপ্রিম কোর্টের উষ্মা এবং ভর্ৎসনার মুখে পড়েছেন। তাঁকে সরিয়ে প্রধানমন্ত্রী মোদী সুপ্রিম কোর্টকে ইতিবাচক বার্তা দিতে চেয়ে🌳ছেন। যদিও কিরেন রিজিজু বলেছেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই রদবদল করা হয়েছে।