সম্ভব🧸ত কোনও🌼 স্টেশনে ঢোকার আগেই দাঁড়িয়ে গিয়েছিল ট্রেন। সেখানেই ট্রেন থেকে নেমে যান বৃদ্ধ, বৃদ্ধা-সহ অনেকে। তখনই উলটোদিক থেকে প্রবল গতিতে ছুটে আসে একটি ট্রেন। কোনওক্রমে প্রাণ বাঁচান এক মহিলা। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
মঙ্গলবার টুইট☂ারে একটি ভিডিয়ো শেয়ার করেছেন আইএএস অফিসার আওয়ানিশ শরন। তাতে বাংলাও শোনা গিয়েছে। সেই ভিডিয়োয় (পৃথকভাবে সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) দেখা গিয়েছে, কোনও একটি জায়গায় ট্রেন দাঁড়িয়ে আছে। স্টেশ🐭ন না হলেও ব্যাগপত্তর নিয়ে ট্রেন থেকে হুড়মুড়িয়ে রেললাইনে নেমে পড়েন অনেক যাত্রী। কমবয়স্ক যাত্রীদের পাশাপাশি বয়স্ক অনেকেই একই কাজ করেন। তারপর দ্রুত রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। তারইমধ্যে উলটোদিক থেকে প্রবল বেগে একটি ট্রেন ছুটে আসে।
ভিডিয়োয় দেখা গিয়েছে, অপর লাইন থেকে ট্রেন আসছে দেখতে পেয়ে তড়িঘড়ি লাইন পেরিয়ে যান কয়েকজন। হাতেগোনা কয়েকজন লাইন পার হননি। এক মহিলা আবার যে লাইনে দ্রুতগতিতে ট্রেন আসছিল, সেই লাইন পেরিয়ে যান। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে ফের লাইন পা✱র করে দাঁড়িয়ে থাকা ট্রেনের দিকে চলে আসেন। তিনি দ্বিতীয়বার লাইন পার হওয়ার কয়েক মাইক্রো সেকেন্ডের মধ্যে প্রবল বেগে একটি ডবল ডেকার ট্রেন বেরিয়ে যায়।