সুধীর কুমার, আরিয়ান প্রকাশ
বারাণসী জেলা আদালত শুক্রবার জ্ঞানবাপী মসজিদের ঘেরা জায়গায় সমীক্ষা চালানোর ব্যাপারে আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়াকে অনুমতি দিয়েছে। তবে যে জায়গাটি সিল করা রয়ꦯেছে সেখানে করা🦹 যাবে না।
এদিকে চলতি বছরের মে মাসে হিন্দু মহিলা আবেদনকারীদের তরফে আইনজীবী শঙ্কর জৈন জানিয়েছিলেন, ঘিরে রাখা জায়গার যাতে সমীক্ষা করা হয় সেব্য়াপারে আবেদন করেছিলেন। তবে সিল করা এলা🦂কা বাদ দিয়েই তারা সার্ভে করার কথা জানিয়েছিলেন।
তবে অঞ্জুমান ইন🌄্তেজামিয়া মসজিদ কমিটি অবশ্য আগে থেকেই এই কাজে আপত্তি জানিয়েছিলেন। তিনি দাবি করেছিলেন, গত বছরের মে মাস🥃ে এই ধরনের সার্ভে ইতিমধ্য়েই হয়েছিল। সিভিল জাজ সিনিয়র ডিভিশনের আওতাতেই এই সার্ভে হয়েছিল বলে তাঁরা দাবি করেছিলেন।
উত্তরপ্রদেশ সরকারের সরকারি আইনজীবী রাজেশ মিশ্র জানিয়েছেন, জ্ঞানবাপী কমপ্লেক্সের ব্যারিকেড করা এলাকায় সার্ভে করার অনুমতি চেয়ে যে আবেদন করা হয়েছিল সেটার অনুমিত মিলেছে। আদালত নির্দেশ দিয়েছে, সিলড এলাকা বাদ দিয়ে ব্যারিকেড করা𒊎 এলাকায় সার্ভে করতে পারবে আইএসআইয়ের টিম।
তবে জ্ঞানবাপী ꧋মসজিদের ম্য়ানেজমেন্ট কমিটির আইনজীবী রইস আহমেদ ꦕআনসারি জানিয়েছেন, তারা হাইকোর্টে গোটা বিষয়টি চ্যালেঞ্জ জানাবেন।
আগামী ৪ অগ♏স্ট পরবর্তী শুনানি হবে। ♔তবে আদালত ওই চত্বরে কোনও ক্ষয়ক্ষতি না করে খনন করার অনুমতি দিয়েছে।
এদিকে এর আগে এলাহাবাদ হাইকোর্ট আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়াকে শিবলিঙ্গের বয়স নির্ধারনের জন্য কার্বন ডেটিং করার অনুমতি দিয়েছিল। ওই মন্দির চত্বরেই পাওয়া গিꦫয়েছিল শিবলিঙ্গটি, এমনটাই দাবি করা হয়েছিল। এদিকে সেই শিবলিঙ্গের বয়স নির্ধারনের জন্য় এবার অনুমতি দিয়েছিল আদালত।
তবে এর সঙ্গেই আদালতের তরফে বলা হয়েছিল, কাঠামোর ক্ষেত্রে যাতে෴ কোনও পরিবর্তন বা ক্ষতি না হয় সেটা দেখতেই হবে। এএসআইয়ের বিজ্ঞানভিত্তিক এই সমীক্ষার মাধ্যমে জানা যাবে ওই মসজিদ চত্বরে থাকা শিবলিঙ💫্গের বয়স কত?
এই মামলায় হিন্দুপক্ষের প্রতিনিধ♉ি বিষ্ণু শ🔥ঙ্কর জৈন জানিয়েছিলেন, আদালতের সামনে এএসআই নানা ধরনের টেকনিক হাজির করেছিল।
বিচারপতি অরবিন্দ কুমার মিশ্রর বেঞ্চ এই নির্দেশ দিয়েছিলেন। এদিকে এর আগে বারানসী হাইকোর্ট শিবলিঙ্গের বয়স নির্ধারনের আবেদন মানতে চায়নি। এরপর চারজন হিন্দু মহিলা এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে গিয়েছিলেন। সেই মামলার পরিপ্♏রেক্ষিতে বড় নির্দেশ দিয়েছিল আদালত।
এবার বারাণসী জেলা আদালত শুক্রবার জ্ঞানবাপী মসজিদের ঘেরা জায়গায় সমীক্ষা চালানোর ব্যাপারে আর্কিওলজিকাল সার্ভে অফ ই💛ন্ডিয়াকে অনুমতি দিল।