দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির ১১ তম কিস্তির ২,০০০ টাকা প্রদান করল কেন্দ্র। ‘ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার’-র মাধ্যমে দেশের ১০ কোটির বেশি কৃষকের কাছে সবমিলিয়ে ২১,০০০ কোটি টাকা পৌঁছে য🐎াবে।
মঙ্গলবার শিমলা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, পিএম কিষান সম্মান নিধির একাদশ কিস্তির টাকা ট্রান্সফার করা হয়েছে। শিমলা থেকে ১০ কোটির বেশি কৃষককে ২🎃,০০০ টাকা প্রদানের সৌভাগ্য হয়েছে বলে জানান মোদী। যে টাকা কবে দেওয়া হবে, তা নিয়ে দীর্ঘদিন ধরে অপ💫েক্ষা করছিলেন কৃষকরা।
আরও পড়ুন: PM Kisan: হাজার-হাজার কৃষককে টাকা ফেরত দেওয়ার নোটিশ! কারা পাচ্ছඣেন?
যে কৃষকদের অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে, তাঁদের ফোনে মেসেজ আসবে। ফোনে মেসেজ না হ🍌লে আপনার অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির (PM Kisan) ১১ তম কিস্তির টাকা ঢুকেছে কিনা, তা কীভাবে দেখবেন, জেনে নিন -
১) প্রধান🔯মন্ত্রী ক🎃িষান সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইট -তে যেতে হয়।
২) ডানদিকের 'Farmers Corner'-এ 'Beneficiary Status' ট্যাবে ক্লিক করুন। ‘Aadhaar number’, ‘Account number’ বা ‘Mobile number’ বেছে নিন। যে কোনও একটি বি📖কল্প বেছে নিয়ে সেইমতো আধার কার্ডের নম্বর বা অ্যাকাউন্ট নম্বর বা মোবাইল নম্বর দিন।
৩) তারপর ‘Get Data’-য় ক্লিক করুন।
৪) তারপরই আপনি জানতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে একাদশ কিস্ত🍨ির ২,০০ಌ০ টাকা জমা পড়েছে কিনা।