কবে আসবে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির (PM Kisan) ১১ তম কিস্তির টাকা? তা নিয়ে জল্পনার অন্ত নেই। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসের শেষের মধ্যেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২,০০০ টাকা𒀰 জমা পড়ে যেতে পারে।
গত বছর ১৪𒈔 মে অষ্টম কিস্তির টাকা পেয়েছিলেন কৃষཧকরা। এবারও বর্ষা আসার আগে নরেন্দ্র মোদী সরকার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএম কিষান নিধির ২,০০০ টাকা (PM Kisan 11th Installment) দেবে বলে একটি মহলের তরফে দাবি করা হয়েছে। তবে আদৌও সেটা হবে কিনা, সে বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফে কোনও তথ্য জানানো হয়নি। তার জেরে ক্রমশ বাড়ছে জল্পনা।
আরও পড়ুন: PM Kisan: হাজা💖র-হাজার কৃষককে টাকা ফেরত ♒দেওয়ার নোটিশ! কারা পাচ্ছেন?
আপনার অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির (PM Kisan) ১১ তম কিস্তির টাকা ঢুকেছে কিনা, কীভাবে দেখবেন?
১) প্রধানমন্🌳ত্রী কিষান সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in-তে যেতে হয়।
২) ডানদিকের 'Farmers Corner'-এ 'Benef🗹iciary Status' ট্যাবে ক্লিক করুন। ‘Aadhaar number’, ‘Account number’ বা ‘Mobile number’ বেছে নিন🐟। যে কোনও একটি বিকল্প বেছে নিয়ে সেইমতো আধার কার্ডের নম্বর বা অ্যাকাউন্ট নম্বর বা মোবাইল নম্বর দিন।
৩) তারপর ‘Get Data’-য় ক্লিক করুন।
৪) তারপরই আপনি জানতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে একাদশ কিস্তির ২,০০০ টাকা জ𝓰মা পড়েছে কিনা।
তারইমধ্যে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আগামী ৩১ মে'র মধ্যে কඣৃষকদের