প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির (PM Kisan) দ্বাদশ কিস্তির টাকা কবে পাবেন? তা নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন কৃষকরা। একাধিক প্রতিবেদন অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম💛্বরের মধ্যে দেশের ১২ কোটির বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২,০০০ টাকা জমা পড়বে। যদিও বিষয়টি🔴 নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি।
PM Kisan-র টাকা অ্যাকাউন্টে ঢুকেছে কিনা, কীভাবে দেখবেন?
১) প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির অফ🦄িসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in-তে যান।
২) ওয়েবসাইটের ডানদিকে 'Farmers Corner' আছে। নীচে আছে 'Beneficiary Status' ট্যাব। তাতে ক্লিক করু🥀ন।
৩) তারপর ‘Mobile number’ বেছে নিন। 'Registration Number'-তে ক্লিꦓক করুন। তারপর ক্যাপটা দিতে হবে। তারপর 'Get Data'-তে ক্লিক করুন।
৪) আপনার অ্যাকাউন্টে প্রধানমন🎐্ত্রী কিষান সম্মান নিধির টাকা ঢুকেছে কিনা, তꦿা দেখতে পারবেন।
আরও পড়ুন: Pad⛄dy cultivation: বৃষ্টির অভাবে এ বছর ৩ লক্ষ হেক্টর জমিতে আমন ধান চাষ সম▨্ভব হয়নি
পিএম সম্মান নিধি প্রকল্প আসলে কী?
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার (PM Kisan Yojana) আওতায় বছরে তিনটি🧸 কিস্তির টাকা দেওয়া হয়। প্রতি কিস্তিতে ২,০০০ টাকা করে পান কৃষকরা। অর্থাৎ কৃষকরা ༺প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার আওতায় বছরে মোট ৬,০০০ টাকা পান। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়ে।
আরও পড়ুন: RTI-এর তথ্য ভুল, রাজ্যে আত্মঘাতী হননি কোনও কৃষক, বিধানসভায় বলল꧒েন কৃষিমন্ত্রী
ইতিমধ্যে ১১ টি কিস্তির টাকা পেয়ে গিয়েছেন কৃষকরা। গত ৩১ মে কৃষকদের ব্যাঙ্ক অ্যকাউন্টে একাদশ কিস্তির ২,০০০ টাকা জমা পড়েছিল। দুর্গাপুজোর আগে এবার দ্বাদশ কিস্তি⛎র দিকে তাকিয়ে আছেন কৃষকরা।