বাংলা নিউজ > ঘরে বাইরে > PM Kisan: এই অনুমোদনের অপেক্ষায় লক্ষ লক্ষ কৃষক, জানুন বিশদে
শীঘ্রই পিএম কিষানের(PM Kisan) ১১ 🐠তম কিস্তি আসবে। এখনও ত𓆉ারিখ ঘোষণা হয়নি। সূত্রের খবর, আগামী ১৫ এপ্রিলের মধ্যেই সেই তারিখ ঘোষণা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ফলে এখনও কিছুটা সময় বাকি। সেই সময় থাকতে থাকত♔েই একটি কাজ সেরে রাখুন। প্রথমেই আপনার স্টেটাস পরীক্꧒ষা করে দেখে রাখুন। আগামী এপ্রিল-জুলাই ২০২২-এ কিস্তি পাবেন কি না তা জেনে রাখুন। আরও পড়ুন:
কেন এমনটা বলা হচ্ছে? আসলে, পিএম কিষাণ সম্মান নিধির কিস্তি পেতে, সুবিধাভোগীর আধার ভিত্তিক ই-কেওয়াইসি করে রাখতে হবে। আগামী ৩১ মে ই-কেওয়াইসি করার শেষ তারিখ। এর আগে ৩১ মার্চ ছিল সময়সীমা।
মোবাইল বা কম্পিউটারেই আপনার স্টেটাস জানতে পারবেন। নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন...
- পিএম কিসানের অফিসিয়াল ওয়েবসাইটে যান //pmkisan.gov.in/। পেজের ডান পাশে 'Farmers Corner' অপশন পাবেন।
- 'বেনিফিসিয়ারি স্ট্যাটাস' অপশনে ক্লিক করুন। একটি নতুন পেজ খুলবে।
- নতুন পেজে, আধার নম্বর বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর পূরণ করুন।
- তারপর 'Get Data' এ ক্লিক করুন।
- এখানে ক্লিক করার পর আপনি সমস্ত লেনদেনের তথ্য পাবেন। অর্থাৎ, আপনার অ্যাকাউন্টে কখন কখন কিস্তি এসেছে এবং কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়েছে ইত্যাদি। বর্তমানে সেখানে Waiting for approval by state লেখা আছে।
যত তাড়াতাড়ি রাজ্য সরকার আপনার দেওয়া ন💦থিগুলি যাচাই করবে, তত তাড়াতাড়ি এটি অ্যাপ্রুভড হবে।
পরবর্তী খবর