সংসদ অচল রাখায় বিরোধীদের দিকে আঙুল তুলতে সাংসদদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পেগাসাস ইস্যুতে প্রথম দিন থেকেই বাদল অধিবেশন অচল করে ☂রেখেছে বিরোধীরা। রোজই দফায় দফায় মুলতুবি হচ্ছে লোকসভা ও রাজ্যসভা। এই পরিস্থিতির মধ্যে সংসদ অচল রাখার দায় যাতে বিরোধীদের ঘাড়ে চাপানো হয়, তার জন্যে যুক্তি সাজিয়ে মান▨ুষের সামনে পুরো বিষয়টি তুলে ধরতে বললেন মোদী। এদিন সংসদীয় দলের বৈঠকে একথা বলেন নরেন্দ্র মোদী।
এদিন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী এবং ভি মুরলীধরণ দলীয় সংসদদের সামনে এই বিষয়টি ত𝓀ুলে ধরেন। সেখানেই কংগ্রেসের কোভিড সংক্রান্ত সর্বদল বৈঠক বয়কটের বিষয়টি তুলে ধরা হয়। এনডিটিভির খবর অনুযায়ী, মোদী সেখানে সাংসদদের বলেন, 'কংগ্রেসের এহেন আচরণকে মানুষের সামনে তুলে ধরুন। বিরোধী রাজনৈতিক দলগুলির আসলটা মিডিয়া এবং মানুষের সামনে তুলে ধরুন।'
প্রসঙ্গত, গত ১৯ জুলাই সংসদে শুরু হয়েছে বাদল অধিবেশন। আর তার ঠিক আগের দিনই পেগাসাস বিতর্ক সামনে আসে। যার মাধ্যমে বিভিন্ন লোকের ফোনে আড়ি পাতা হয়েছে বলে অভিযোগ করা হয়। বিরোধীদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার এর জন্য সম্পূর্ণভাবে দায়ী। তাই এই নিয়ে লোকসভা ও রাজ্যসভায় রোজ বিক্ষোভ দেখﷺাচ্ছে।
এদিকে লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী সোমবার অভিযোগ করেন, বিরোধীদের অনুপস্থিতিতে কৌশলে কেন্দ্রীয় সরকার একাধিক বিল পাস করিয়ে নিয়েছে বলে অভিযোগ। তাঁর অভিযোগ, কোনওরকম আলোচনা ছাড়াই বিল পাস করিয়ে নিচ্ছে। এমন একটা সময় সরকার এই কাজ করছে, যখন সংসদ অচল। এই কাজ করে কেন্দ্রের মোদী সরকার নির্বাচিত সাংসদদের সাংবিধানিক অধিকার খর্ব করছে বলে তিনি অভিꦦযোগ করেছেন। তাঁর ব্যাখ্যা, সাধারণ মানুষের স্বার্থে যে কোনও বিলের আলোচনায় অংশগ্রহণ করা একজন নির্বাচিত সদস্যের সাংবিধানিক অধিকার।