প্রয়াত লতা মঙ্গেশকর। আর এই খবর প্রকাশ হতেই গোটা দেশ যেন স্তব্ধ হয়ে যায়। ভোটমুখী পাঁচ রাজ্যে প্রচার বাতিল করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির তরফে বাতিল করা হয় একাধিক রাজ্যের ইস্তেহার প্রকাশ, প্রচার কর্মসূচি। এই আবহে কিংবদন্তী গায়িকাকে শেষ শ্রদ্ধা জানাতে মুম্বইতে যাচ্ছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোকিলকণ্ঠীর প্রয়াণের খবর প্রকাশ হওয়ার পর থেকেই শোনা যাচ্ছিল যে প্♒রধানমন্ত্রী মুম্বই যাবেন। পরে নিজেই টুইট করে মোদী জানান যে তিনি মুম্বইয়ের উদ্দেশে রওনা দিচ্ছেন। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ মুম্বইয়ের শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
প্রধানমন্ত্রী 🥂টুইট করে লেখেন, ‘লতা দিদিকে শেষ শ্রদ্ধা জানাতে কিছুক্ষণের মধ্যে মুম্বই যাচ্ছি।’ এর আগে সকালে ভারতের নাইটিঙ্গেলের মৃত্যুর খবর পেয়েই একাধিক টুইটে নিজের দুঃখপ্রকাশ করেন প্রধানমন্ত্রী মোদী। এরপর উত্তরপ্রদেশের জনতার উদ্দেশে ভার্চুয়াল ব়্যালিতে ভোট প্রচার না করে মোদী লতা বন্দনায় মগ্ন হন। মোদী বলেন, ‘স্বর্গে চলে গিয়েছেন লতা দিদি। আমার মতো অনেকেই গর্ব করে বলবে যে তাঁর সাঙ্গে তাঁদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আপনি যেখানেই যান না কেন, আপনি সর্বদা ♍লতাদির প্রিয়জনকে খুঁজে পাবেন। তাঁর সুরেলা কণ্ঠ সর্বদা আমাদের সাথে থাকবে, আমি তাঁকে ভারাক্রান্ত হৃদয়ে শ্রদ্ধা জানাই।’
এর আগে সকালে টুইট করে প্রধানমন্ত্রী লিখেছিলেন, ‘আমি লতা দিদির কাছ থেকে সবসময় অগাধ স্নেহ পেয়ে এসেছি। এটাকে আমি আমার সম্মান বলে মনে করি। তাঁর সাথে আমার আলাপচারিতা অবিস্মরণীয় হয়ে থাকবে। লতা দিদির প্রয়াণে আমি আমার সহ নাগরিকদের সাথে শোকাহত। তাঁর পরিবারের সঙ্গে কথা বল💝েছি এবং সমবেদনা জানিয়েছেন। ওম শান্তি।’ মোদী আরও লেখেন, ‘তিনি আমাদের দেশে এমন এক শূন্যতা রেখে দিয়ে চলে গেলেন যা কখনও পূরণ করা যাবে না। ভবিষ্যত প্রজন্ম তাঁকে ভারতীয় সংস্কৃতি জগতের একজন অকুতোভয় মানুষ হিসেবে💯 মনে রাখবে। তাঁর সুরেলা কণ্ঠে মানুষকে মন্ত্রমুগ্ধ করার এক অতুলনীয় ক্ষমতা ছিল।’