সার্জিক্যাল স্ট্রাইক হোক বা সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপ - সর্বত্র নির্ভীক পদক্ষেপ করেছে সরকার। এমনই মন্তব্য করলেন রাষ্ট্রপতি দ্🌱রৌপদী মুর্মু। সেইসঙ্গে আত্মবিশ্বাসের সুরে তিনি বলেন, ‘সন্ত্রাসবাদ নিয়ে ভারত যে পদক্ষেপ করছে, তা গুরুত্ব দিয়ে দেখছে বিশ্ব।’
মঙ্গলবার বাজেট অধিবেশনের শুরুতে ভাষণ দেন রাষ্ট্রপতি। সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি বলেন, ‘বাজেট অধিবেশনের কাছে দেশবাসীকে কৃতজ্ঞতা জানাতে চাই যে তাঁরা টানা দু'বার স্থিতিশীল স🃏রকারকে ক্ষমতায় এনেছেন। আমার সরকারের কাছে দেশহিত সবথেকে ব🅷েশি প্রাধান্য পেয়েছে।'
রাষ্ট্রপতি বলেন, 'সার্জিক্যাল স্ট্র𝓰াইক (২০১৬ সালের সার্জিক্যাল স্ট্রাইক) থেকে সন্ত্রাসবাদের মোকাবিলা, প্রকৃত নিয়ন্ত্রণরেখা (ভারত ও চিনের সীমান্ত) থেকে নিয়ন্ত্রণরেখা (ভারত ও পাকিস্তানের সীমান্ত) - প্রতিটি ক্ষেত্রে দুঃসাহসিক পদক্ষেপ করেছে। সংবিধানের ৩৭০ ধারা রদ থেকে তিন তালাক - আমার সরকার নির্ভীকভাবে সিদ্ধান্ত নিয়েছেন।’
সেইসঙ্গে রাষ্ট্রপতি জানান, সম্প্রতি সন্ত্রাসবাদ দমন নিয়ে ভারত যে সব পদক্ষেপ করছে, তা পুরো 🏅বিশ্ব গুরুত্ব সহকারে বিবেচনা করছে। সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করছে পুরো দুনিয়া। রাষ্ট্রপতির কথায়, ‘সন্ত্রাসবাদ নিয়ে ভারত যে পদক্ষেপ করছে, তা গুরুত্ব দিয়ে দেখছে বিশ্ব। আন্তর্জাতিক মঞ্চে ভারত যে বিষয়গুলি উত্থাপন করছে, তা গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে।’
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )