অবিলম্বে ইউক্রেনে যুদ্ধে ইতি টানা হোক। যৌথভাবে সেই আহ্বান জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজ। একইসঙ্গে জার্মানির মতো রাশিয়ার উপর দায় চাপানোর পথে হাঁটেননি মোদী। বরং ভারতের অবস্থান বজায় রেখে মোদী স্পষ্ট বার্তা দিলেন, রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধে ꧙কেউ জয়ী হবে না। শান্তির পক্ষে আছে ভারত।
বার্লিনে স্কোলজের সঙ্গে যৌথ বিবৃতিতে মোদী বলেন, ‘আমার বিশ্বাস যে এই যুদ্ধে কেউ বিজয়ী হবে না। সকলেই ক্ষয়ক্ষতির শিকার হবে। তাই আমরা শান্তির পক্ষে আছি। ইউক্রেনের সংকটের কারণে যে সব সমস্যা হচ্ছে, তার ফলে (অপরিশোধিত) তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। খাদ্যশস্য এবং সারের অভাব দেখা গিয়েছে। তার ফলে বꦦিশ্বের প্রতিটি পরিবারের উপর বাড়তি বোঝা চেপে ♓যাচ্ছে।’ সঙ্গে তিনি জানান, ইউক্রেনকে বিভিন্নভাবে সাহায্য করছে ভারত।
নিজেদের অবস্থানে অবিচল থেকে মোদী যুদ্ধের জন্য কোনও পক্ষের উপর দায় না চাপালেও ভারতের প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে জার্মানির চ্যান্সেলর সরাসরি রাশিয়াকে তোপ দেগেছেন। স্কোলজ অভিযোগ করেন, 'আন্তর্জাতিক আইনের মৌলিক ধারা' ভঙ্গ করেছে মস্কো। যেভাবে ইউক্রেনের সাধা🅰রণ নাগরিকদের উপর হামলা চালানো হয়েছে, তা থেকেই স্পষ্ট যে কীভাবে রাষ্ট্রসংঘের সনদ লঙ্ঘন করেছে রাশিয়া। জার্মানির চ্যান্সেলর বলেন, 'তাই আমি (রাশিয়ার প্রেসিডেন্ট) ভ্লাদিমির পুতিনের ফের আর্জি জানাচ্ছি, এই যুদ্ধ শেষ করুন, অবিবেচকের মতো চালানো হত্যালীলায় ইতি টানুন।, ইউক্রেন থেকে নিজেদের বাহিনীকে প্রত্যাহার করে নিন।'
স্কোলজ যোগ করেন, বিষয়টি নিয়ে মোদীর সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। 'আমরা𒀰 একমত হয়েছি যে হিংসার মাধ্যমে (কোনও দেশের) সীমান্ত পালটানো উচিত নয়। সীমান্ত লঙ্ঘন না করা এবং কোনও দে🍸শের সার্বভৌমত্বের বিষয়টিকে সর্বজনীনভাবে স্বীকৃতি দিতে হবে।'