আগামী ২৪ মে টোকিওতে কোয়াড সামিটে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপানে🧔র শিল্পউদ্যোগী, বড় ব্যবসায়ীদের সঙ্গে বিনিয়োগের ব্যাপারে আলোচনা করবেন। জাপানে বসবাসকারী ভারতীয়দের সঙ্গেও তিনি কথাবার্তা বলবেন। বিদেশ দফতরের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বﷺিপাক্ষিক আলোচনাতেও বসবেন ভারতের প্রধানমন্ত্রী।
অরিন্দম বাগচি জানিয়েছেন, আমরা এটা দেখাতে চাইছি যে কোয়াড একসঙ্গে কী করতে পারে। আমরা সমসাময়িক ইস্যুগুলো নিয়ে আলোচনা করতে চাই। অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যুগুলোও আমরা আলোচনার মাধ্যমে আনতে চাই। এদিকে চলতি বছরেই চার কোয়াড নেতৃত্ব ভার্চুয়াল সামিটে অংশ নিয়েছিলেন। ইউক্রেনে রাশিয়ার হানার পরের দিন কোয়াডভুক্ত দেশগুলি আলোচনায় বসেছিল। সেই সময় মোদী জা💮নিয়েছিলেন, কোয়াড শান্তি, স্থিতাবস্থা, ও সমৃদ্ধি লক্ষ্যে কাজ করছে।
এদিকে গত মাসেও মোদী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে একটি ভার্চুয়াল মিটিংয়ে যোগ দে♋ন। সেই মিটিংয়ে মোদী জানিয়েছিলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধ হওয়ার আবেদন জানাꦜচ্ছি।𝐆 পাশাাপাশি ২০ হাজার ভারতীয়কে ভারত কীভাবে ইউক্রেন থেকে উদ্ধার করে দেশে ফিরিয়ে এনেছে সেকথাও তিনি জানান।