꧒ মুখ্যমন্ত্রী বাছাইয়ের সিদ্ধান্ত নরেন্দ্র মোদীর উপরে ছেড়েও নিজের সাফল্যের খতিয়ান পেশ করলেন একনাথ শিন্ডে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কুর্সি নিয়ে টানাপোড়েনের মধ্যেই বুধবার সাংবাদিক বৈঠকে শিন্ডে দাবি করেন, এনডিএ জোট এবং মহায্যুতির নেতা 🦄হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সিদ্ধান্ত নেবেন, সেটাই তিনি মেনে নেবেন। কোনও পদের প্রতি তাঁর কোনও লোভ নেই। তবে একজন 'কমন ম্যান'-র মুখ্যমন্ত্রী হওয়া উচিত বলে সওয়াল করেন শিন্ডে। মহারাষ্ট্রের কেয়ারটেকার মুখ্যমন্ত্রী জানান, তিনি মনে করেন যে একজন 'কমন ম্যান'-র মুখ্যমন্ত্রী হওয়া উচিত। তিনিও খুব সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন। তিনি নিজেকে কমন ম্যান হিসেবেই দেখেন।
'মুখ্যমন্ত্রীর অর্থ হল কমন ম্যান', ব্যাখ্যা শিন্ডের
সঞ্জয় শিরসাত, দাদা ভূষে, রবীন্দ্র ফাটকদের মতো শিবসেনা (একনাথ শিন্ডে শিবির) নেতাদের উপস্থিতিতে থানেতে নিজের বাসভবনে সাংবাদিক বৈঠক করে শিন্ডে বলেন, 'আমি সবসময় একজন কর্মী হিসেবে কাজ করেছি। আমি কখনও নিজেকে মুখ্যমন্ত্রী হিসেবে বিবেচনা করিনি। মুখ্๊যমন্ত্রীর অর্থ হল কমন ম্যান। আমি সেটা মেনেই কাজ করেছি। মানুষের জন্য কাজ করা উচিত আমাদের। আমি মানুষের কষ্ট দেখেছি। আমি দেখেছি যে তাঁরা কীভাবে সংসার চালান।’
আরও পড়ুন: New PAN Card Details: নতুন প্যান কার্ড কবে পাবেন? পুরনো দি𓆏য়ে কতদিন কাজ চলবে? রইল সব 🐽প্রশ্নের উত্তর
আর তিনি যেদিন সেই কথাগুলো বলেন, তার আগে মহারাষ্ট্রের রাজনৈতিক মহলের কানাঘুষো চলছিল যে মুখ্যমন্ত্রীর🧸 কুর্সি ফিরে পেতে মরিয়া শিন্ডে। নিজের হাতেই কুর্সি রাখতে চান। শিবসেনার নেতারা মনে করছেন যে বিজেপি বেশি আসনে জিতেছে, কারণ বেশি সংখ্যক বিধানসভা কেন্দ্রে লড়াই করেছে। আর ভোটে জয়ের ক্ষেত্রে একনাথের চালু করা প্রকল্পের গুরুত্বপূর্ণ অবদান আছে। তাই তাঁকেই মুখ্যমন্ত্রীর কুর্সিত♑ে বসানো উচিত।
'স্পিডব্রেকার' হতে চান না, দাবি শিন্ডের
যদিও বুধবার সাংবাদিক বৈঠকে শিন্ডে জানান, ক༒োনও পদের জন্য লোভী নন তিনি। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তাঁকেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বলেছেন। মোদীকে আশ্বস্ত করেছেন যে মহারাষ্ট্রে মহায্যুতি সরকার গঠনের সময় যেন তাঁকে কোনও বাধা হিসেবে বিবেচনা না করা হয়। 'স্পিডব্রেকার' হতে চান না তিনি। এনডিএ এবং মহায্যুতির নেতা হিসেবে মোদী যা সিদ্ধান্ত নেবেন, সেটাই মেনে নেবেন বলে দাবি করেছেন মহারাষ্ট্রের কেয়ারটেকার মুখ্যমন্ত্রী শিন্ডে।
মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফলাফল
ন♕ির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১৩২টি আসনে জিতেছে বিজেপি। ৫৭টি আসনে জিতেছে একনাথ শিন্ডের শিবসেনা। ৪১টি আসনে জিতেছে অজিত পাওয়ারের এনসিপি। ২০টি আসনে জিতেছে উদ্ধব ঠাকরের শিবসেনা। ১৬টি আসনে জিতেছে কংগ্রেস। ১০টি আসনে জিতেছে শরদ পাওয়ারের এনসিপি। অর্থাৎ ২৮৮ আসন-বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় বিজেপি, একনাথ শিন্ডের শিবসেনা ও অজিত পাওয়ারের এনসিপি ২৩০টি আসন ছিনিয়ে নিল। সেখানে ৪৬টি আসন পেয়েছে কংগ্রেস জোট।