প্রযুক্তি ক্ষেত্রতেও আত্মনির্ভরতার উপর জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেরিকার মতো উন্নত দেশ কীভাবে আত্মনির্ভরতার উপর ফোকাস করছে সেটাও উল্লেখ করেন মোদী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পলিসির মধ্যেও যুক্ত হয়েছে এই আত্মনির্ভরতার নীতি। টেকনোলজি এনাবেলড ডেভেলপমেন্ট শীর্ষক একটি ওয়েবিনারে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, আমাদের দেশকে শক্তিশালী করার একটি মাধ্যম হল প্রযুক্তি। আমাদের কাছে দেশকে স্বনির্ভর করার মাধ্যম হল এই প্রযুক্তিবিদ্যা। এবারের বাজেটেও এই বিষয়টির উপর জোর দেওয়া হয়েছে। নতুন গ্লোবাল সিস্টেমে আমরা আত্মনির্ভরতার উপরই ফোকাস করছি। মোদী বলেন, আমরা বিজ্ঞানের নীতিগুলোর সঙ্গে পরিচিত। কিন্তু আমাদের জীবনযাত্রাতে সহজ করার জন্য কীভাবে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা দরকার সেটার উপরেও আমরা জোর দিচ্ছি। তিনি জানিয়েছেন, আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স, ড্রোন, সেমি কন্ডাক্টর, স্পেস টেকনোলজি, জেনোমিক্স, ফার্মাসিউটিক্যালস সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি তিনি জানিয়েছেন, কোভিড কালীন পরিস্থিতিতে আমাদের ভ্যাকসিন তৈরিতে স্বনির্ভরতা দেখেছিল গোটা বিশ্ব। আমরা সেই সাফল্যকেই দেশের সমস্ত সেক্টরে তুলে ধরতে চাই। পাশাপাশি তথ্য সুরক্ষার ক্ষেত্রে উপযুক্ত পরিকাঠামোর উপর জোর দেওয়ার ব্যাপারে সওয়াল করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এনিয়ে একটি আদর্শ নিয়ম কানুনের উপরেও জোর দেন তিনি।