টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্𒉰রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের অন্ত্💫যেষ্টিক্রিয়ায় তিনি যোগ দেবেন। পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেরও কথা রয়েছে।
বিদেশ সচিবব বিনয় খাতরা জানিয়েছেন, মোদী আবে-কে কাছের বন্ধু বলেই মনে করতেন। 💝তিনি জাপানের মানুষকে সমবেদনা জানাবেন। প্রাক্তন প্রধানমন্ত্রඣীর স্ত্রীকেও তিনি সমবেদনা জানাবেন।
বুদাকোন বলে একটি জায়গায় আবের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন মোদী। ১৯৬৪ সালের অ𝓰লিম্পিকের জন্য় এই জায়গাটি তৈরি করা হয়েছিল।
অন্তত ১০০টি দেশের প্রতিনিধিরা এই কর্মসূচিতে অংশ নেবেন। তবে কিশিদার সঙ্গে সংক্ষিপ্ত সাক্ষাৎকারে মূলত সার্বিক সম্পর্ক, বর্তমান পরিস্থিতি, আরও উন্নতির জন্য় কী পদক্ষেপ নেওয়া হয়েছে এসব নিয়ে আলোচনা꧟ হতে পারে। জানিꦫয়েছেন বিদেশ সচিব।
মূলত দুই দেশের মধ্য়ে সম🅘্পর্ককে আরও সুদৃঢ় করে রাখার উপরই জোর দেওয়া হবে। জানিয়েছেন বিদেশ সচিব।
গত ৮ ▨জুলাই ভোটের প্রচারে বেরিয়ে শিনজো আবের উপর হামলা চালানো হয়েছিল। ৯ ꩵজুলাই ভারত একদিনের জাতীয় শোকও পালন করেছিল।
প্রায় এক দশক ধরে মোদী ও শিনজো আবের ম🍎ধ্যে অত্যন্ত ভালো সম্পর্ক ছিল। গুজরাতের মুখ্যমন্ত্রী হিসাবে ২০০৭ সালে তিনি জাপান গিয়েছিলেন। তখন থেকেই সম্পর্কের সূত্𒐪রপাত।
আবে ও মোদী সেই ২০১৪ সাল থেকেই দ্বিপাক্ষিক🎃 সম্পর্কের উপর বিশেষ জোর দেন। এবার সেই ভালো বন্ধুর শেষকৃত্য়েই উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।