পথে চলছিল রাজনৈতিক সভা। বক্তব্য রাখছিলেন দেশের প্রাক⭕্তন প্রধানমন্ত্রী। আর সেই বক্তব্যের সময়ই তাঁকে পর পর গুলিতে হত্যা ক𓆏রা হল। জাপানে শিনজো আবের এমন হত্যাকাণ্ড নিয়ে বিশ্বের নানান প্রান্ত থেকে উঠছে প্রশ্ন। প্রশ্ন উঠছে প্রাক্তন প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে। যার উত্তর এদিন এসেছে সেদেশের পুলিশ অফিসারের তরফে।
শনিবার, পুলিশ প্রধান কার্যত মেনে নিয়েছেন যে শিনজো আবের নিরাপত্তার গলদ ছিল। জাপানের পশ্চিম প্রান্তের নারা প্রদেশে রাজনৈতিক প্রচারে যান শিনজো আবে। সেখানেই তাঁকে গুলি করে হত্যা করা হয়। নারা পুলিশের প্রধান তোমোয়াকি ওনিজুলা বলেন, 'আমার মনে হয়, এটা অস্বীকার করার জায়গা নেই প্রাক্তন প্রধানমন্ত্রীকে গার্ড দেওয়া ও নিরাপত্তার নিরিখে গলদ ছিল।' ফলে কার্যত আবের নিরাপত্তায় যে গোলমাল ছিল তা মেনে নিলেন এই পুলিশ অফিসার। শিনজো আবে থেকে বেনজির ভুট্টো, কীভাবে ঘটেছে এই দশকে রাষ্ট্রনেতাদেরᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ হত্যা?
এই বক্তব্যের সঙ্গেই তোমোয়াকি ওনিজুলা বলেন, 'আমাদের জন্য জরুরি বিষয় হল পূর্ণাঙ্গ তদন্ত। যাতে কী ঘটেছে তা জানা যায়।' তিনি জানান, স্থানীয় পুলিশ প্রধান হিসাবে তিনি যথাসাধ্য নিরাপত্তার পদক্ষেপ গ্রহণ করেছিলেন। প্রয়োজন মতো নেওয়া হয়েছিল ব্যবস্থা। একইসঙ্গে তিনি বলেন, ' ১৯৯৫ সা꧙লে আমি যবে থেকে পুলিশ অফিসার হয়েছি, ২৭ বছর সম্পন্ন করার পর এর থেকে বᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚড় আফসোস (হত্যাকাণ্ড) আর কিছু নেই। এর থেকে দুঃখের আর কিছু নেই। '