বিভিন্ন সম্পদ, যেমন গয়না, নথি ইত্যাদি নিরাপদে রাখার জন্য ব্যাঙ্কের লকারই ভরসা আমজনতার। আর সেই কলারের নিয়মাবলীতেই বদল এনেছে ভারতীয় ব্যাঙ্কগুলি। গত ১ জানুয়ারি ২০২১ লকার সংক্রান্ত নিয়মাবলী পরিবর্তিত হয়েছে। প্রকাশিত হয়েছে নয়া চুক্তি। আর সেই নয়া লকার চুক্তির স্বাক্ষর কর⛄তে হবে গ্রাহকদের। ইতিমধ্যেই এই লকার চুক্তির বিষয়ে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)-এর মতো ব্যাঙ্কগুলি থেকে সতর্ক বার্তার মেসেজ পেতে শুরু করেছেন বহু গ্রাহক। PNB-র জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'RBI-এর নির্দেশিকা অনুযায়ী, এই নয়া লকার চুক্তিতে আগামী ৩১ ডিসেম্বর ২০২২-এর আগেই সই করতে হবে। ইতিমধ্যেই তা করা না হয়ে থাকলে দ্রুত সেরে ফেলুন - টিম PNB।'
রিজার্ভ ব্যাঙ্ক গত ৮ অগস্ট ২০২১-এ একটি সংশোধিত নির্দেশিকা প্রকাশ করে। তাতে ঘোষণা করা হয়েছিল যে, ১ জানুয়ারি ২০২২ থেকে নয়া লকার নিয়মের চুক্তি কার্যকর করা হয়েছে। লকার মালিকদের এই নয়া চুক্তিতে সই করার জন্য এক বছরের সময় দেওয়া হয়। নয়া নিয়মে তাঁদের নতুন করে এলিজিবিলিটি ও রিনিউয়াল চুক্তিতে সই করতে হবে। ১ জানুয়ারি ২০২৩-এর আগেই তা সারতে হবে বলে জানানো হয়েছিল। আরও প🤪ড়ুন: তুঙ্গে কোভিড ত🥂ৎপরতা, অতীত থেকে শিক্ষা নিয়ে সব রাজ্যকে অক্সিজেন নিয়ে নির্দেশিকা কেন্দ্রের
ꦜ ব্যাঙ্ক যখন কোনও গ্রাহককে একটি লকার ভাড়া দেয়, তখন উক্ত ব্যাঙ্ক এবং গ্রাহক একটি স্ট্যাম্প পেপারের মাধ্যমে চুক্তিতে প্রবেশ করে। স্বাক্ষরিত লকার চুক্তির একটি অনুলিপি লকার ভাড়া করা গ্রাহককে দেওয়া হয়। এর মাধ্যমে তাঁদের অধিকার এবং দায়িত্বের বিষয়ে জানিয়ে দেওয়া হয়। চুক্তির মূল কপিটি ব্যাঙ্কের শাখায় রাখা হয়।
RBI-এর নির্দেশিকা অনুসারে, সেফ ডিপোজিট ভল্টের নিরাপত্তা নিশ্চিত করা ব্যাঙ্কের দায়িত্ব। ব্যাঙ্কের অবহেলার ফলে লকারে থাকা সামগ্রীর কোনও ক্ষতি হলে ব্যাঙ্কগুলি তার টাকা প্রদান করতে বাধ্য। ভল্টে রাখা মূল্যবান জিনিসপত্রে আগুন লাগ🍬লে বা, ভবন ধ্বংস, লুট বা কোনওভাবে𝔍 নষ্ট হলে, গ্রাহকরা ব্যাঙ্ক চার্জের ১০০ গুণ পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন।
আরবিআই জানিয়েছে লকার রুমের পর্যবেক্ষণ করতে ব্যাঙ্কের সিসিটিভি ইনস্টল করা বাধ্যতামূলক𝄹। পাশাপাশি, সিসিটিভির ডেটা ১৮০ দিনের জন্য সংরক্ষিত রাখতেও নির্দেশ দেওয়া💙 হয়েছে। এর মাধ্যমে কোনও অপরাধমূলক ঘটনার তদন্ত অনেক সহজ হয়ে যাবে।
আরবিআই আরও উল্লেখ করেছে যে, ব্যাঙ্কের মধ্যে একটি ডিসপ্লে বোর্ডে লকার সংক্রান্ত সমস্ত তথ্যাদি টাঙিয়ে রাখতে হবে๊। সেখানে খালি লকারের তালিকা, লকারের জন্য অপেক্ষার তালিকা ইত্যাদি তথ্য প্রকাশ করতে হবে।
গ্রাহকদের প্রতারণা থেকে রক্ষা করার জন্য, আরবিআই নির্দেশ দিয়েছে যে, প্রতিটি গ্রাহক যেন তাঁর লকার অ্যাক্সেস করার সময়ে সংশ্লিষ্ট ব্যাঙ্ক থেকে SMS এবং ই-মেল পান। আরও পড়🍬ুন: করোনার XBB ভ্যারিয়েন্ট নিয়ে ছড়াচ্ছে বিভ্রান্﷽তি, ভুল ধারণা দূর করল কেন্দ্র