সন্তান গ্রহণের বদলে পোষ্য পালন করা স্বার্থপরতার নামান্তꦦর বলে বক্তব্য রেখেছেন পোপ ফ্রান্সিস। তাঁর বার্তা, সন্তানের বদলে কুকুর,বেড়াল পোষা স্বার্থপরতার নামান্তর। ভ্যাটিক্যানে এক জমায়েতে বক্তব্য রাখার সময়ে পোপ মাতৃত্ব ও পিতৃত্ব নিয়ে বক্তব্য রাখেন। সেই সময়ই পোপ ফ্রান্সিস বক্তব্য রাখতে গিয়ে বলেন, বহু দম্পতিই এখন সন্তান গ্রহণ করতে চান না। তা🔯র জায়গায় তাঁরা পোষ্যকে পালন করেন। যা স্বার্থপরতা বলে ব্যাখ্যা করেন তিনি।
পোপ ফ্রান্সিস বলেন, 'বর্তমানে আমরা দেখছি একটি ধরণের স্বার্থপরতা। দেখা যাচ্ছে, অনেকেই সন্তান গ্রহণ করতে চাইছেন না। কখনও তাঁদের একটি সন্তান থাকে। আর ꦗসেটাই শেষ। কিন্তু তাঁদের কুকুর, বেড়াল রয়েছে সন্তানের জায়গায়। এটায় মানুষ হাসতে পারেন, তবে এটাই বাস্তব।' একই সঙ্গে পোপ ফ্রান্সিস বলেন, যদি মানুষ সন্তান গ্রহণ না করার পক্ষে চলে যায়, তাহলে ' সভ্যতা, মানবিকতাকে বাদ রেখেই বেড়ে উঠবে কারণ পিতৃত্ব আর মাতৃত্বের উজ্জ্বল দিকটি আমরা হারাতে থাকব। আর এর ফল ভোগ করবে দেশ।'
পোপ ফ্রান্সিস এই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে বলেন, এমন কিছু পরিবার রয়েছে, যেখানে শারীরিক দিক দিয়ে বিভিন্ন সমস্যাগত কারণে সন্তান গ্রহণ করতে অপারগ অনেকেই, তবে সেই সমস্ত দম্পতিরা সন্তান দত্তক নিক। এমনই পরামর্শ দিয়েছেন পোপ ফ্রান্সিস। এক্ষেত্রে যীশুখ্রিস্টের পিতা জোসেফের উ💛দাহরণ সহকারে বিষয়টিকে আরও ব্যাখ্যা করেন পোপ। সন্তান দত্তক নেওয়ার পক্ষে বক্তব্য রেখে , পোপ ফ্রান্সিস বলেন,' কত শিশু অপেক্ষা করে রয়েছে যে তাদেরও যত্ন নেবেন কেউ! আমাদের ভোলা উচিত নয় দত্তক নেওয়ার পথটি। সন্তানকে স্বাগত জানানোর রাস্তা এটি।' একই সুরে তিনি বলেন, 'সন্তান গ্রহণকরা একটি ঝুঁকি পূর্ণ দিক। তবে সন্তান গ্রহণ না করা আরও ঝুঁকিপূর্ণ।'