মাসে ১ টাকা করে দিন। তার বদলে পান𒁏 ২ লক্ষ টাকার বিমা কভারেজ। এমনই প্রকল্প আনা হল প্রধানমন্ত্ꦚরী সুরক্ষা বিমা যোজনার আওতায়।
মূলত নতুন আর্থিকভাবে পিছিয়ে পড়া🌊, দারিদ্রসীমার নিচে থাকা পরিবারের সুরক্ষা ও সামর্থ্যের কথা মাথায় রেখেই এই সুবিধা আনা হয়েছে। বছরে মোট ১২ টাকা করে প্রিমিয়াম দেওয়াটা সকলেরই সাধ্যের🦄 মধ্যে। তাই বিমার সুরক্ষা যাতে সকলের থাকে, সে কথাই মাথায় রেখেই এই স্কিম।
কীভাবে এই বিমা পাব?
আপনার নিকটস্থ ব্যাঙ্কের শাখায় গেলেই হবে। সেখানেই এ বিষয়ে আপনাকে বিস্তারিত সাহায্য করবেন ব্যাঙ্ককর্মীরা। তাছাড়া আপনার যদি বিমা এজেন্ট থাকেন, তাঁর সাহায্যেও এটি করতে পারেন। সরকারি ও বেসরকারি বিমা♋ সংস্থাগুলি ব্যাঙ্ক মারফত এই পরিষেবা দিচ্ছে।
প্রিমিয়াম কীভাবে দেব?
প্রতি মাসের ১ তারিখেই আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে। অর্𒁃থাত্ মাসের শুরুতে মাত্র ১ টাকা এই খাতে খরচ হবে।
কতটা কভারেজ দেওয়া হয়?
আꦛগেই বলা হয়েছে, এই ব💃িমার কভারেজ ২ লক্ষ টাকা। কোনও বিমাকারী যদি দুর্ঘটনায় গত হন, সেক্ষেত্রে ২ লক্ষ টাকা বিমা পাবেন তাঁর পরিবার।
কে এই যোজনার সুবিধা পাবেন?
৭০ বছর অতিক্রম করে গেলে এই যোজনার কভারেজ 😼পাবেন না। আর ১ টাকা কাটার মতো নূন্যতম অর্থ অ্যাকাউন্টে অবশ্যই রাখতে হবে।
ব্যাঙ🦋্ক অ্যাকাউন্ট স্থগিত🐭 হলে পলিসিও বন্ধ হয়ে যাবে।