অষ্টাদশ লোকসভার শুরুতে সংসদে ভাষণ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর সেই ভাষণে ঠাঁই পেল নিট দুর্নীতির ইস্যুটি। এরই সঙ্গে ইন্দিরা গান্ধীর জমানায় দেশ জুড়ে জারি হওয়া জরুরি অবস্থার উল্লেখও ছিল রাষ্ট্রপতির ভাষণে। আজ ভাষণে রাষ্ট্রপতি বলেন, 'সম্প্রতি কয়েকটি পরীক্ষার পেপার ফাঁস হয়েছে কিছু রাজ্যে। আমার সরকার সেই সব ঘটনায় একটি সুষ্ঠু তদন্ত পরিচালনা করতে এবং দোষী ব্যক্তিদের কঠোর শাস্তি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এর আগে বিভিন্ন রাজ্যে পেপার ফাঁসের ঘটনা দেখেছি। দলীয় রাজনীতি থেকে উঠে দেশব্যাপী এই নিয়ে শক্ত পদক্ষেপ নেওয়া দরকার। পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে সংসদও শক্ত আইন করেছে।' তিনি আরও যোগ করেন, সমস্ত সরকারি নিয়োগ এবং পরীক্ষায় স্বচ্ছতা আবশ্যক। (আরও পড়ুন: ৭৯০০০ পয়েন্টের গণ্ডি ছাড়িয়ে রেকর্ড সেনসেক্সের, নিফটিও পৌঁছ🔴ায় নয়া উচ্চতায়)
আরও পড়ুন: 'কম𝔍িশনের চাকরিই করতে পারেন', এবার মমতার রোষের মুখে খোদ মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিব
আরও পড়ুন: IRꩵDAI-র ৬ চমক! স্বাস্থ্য বিমার ক্লেইমের বিধিতে🔯 বড় পরিবর্তন, জেনে রাখুন বিশদে
উল্লেখ্য, আজ ভাষণের কিছুক্ষণ আগে সংসদ ভবনে রাষ্ট্রপতিকে স্বাগত জানান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং লোকসভার স্পিকার ওম বিড়লা। আজকের ভাষণে রাষ্ট্রপতি বলেন, তাঁর সরকার দেশের তরুণদের বড় স্বপ্ন দেখতে এবং তা অর্জন করতে সাহায্য করার জন্যে পরিবেশ তৈরিতে কাজ করছে। পরীক্ষা বিতর্ক প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, 'কোনও কারণে পরীক্ষায় বাধা সৃষ্টি হলে তা সমীচীন নয়। সরকারি নিয়োগ ও পরীক্ষায় পবিত্রতা ও স্বচ্ছতা আবশ্যক।' (আরও পড়ুন: ডিএ বাড়লেও সরকারি কর্মীদের মজু🌌রি এখনওಌ বকেয়া! সামনে এল নয়া তথ্য)
আরও পড়ুন: ৩-৪% 💮নয়, একলাফে সরকারি🎐 কর্মীদের ডিএ ১৬ শতাংশ বাড়ল এই রাজ্যে, জারি নোটিফিকেশন
এদিকে আজ তিনি ঘোষণা করেন যে সরকার আসন্ন বাজেটে বেশ কয়েকটি বড় ঘোষণা করতে চলেছে। তিনি বলেন, 'এই বাজেটে বড় ধরনের অর্থনৈতিক ও সামাজিক সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করা হবে। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সংস্কারের গতি বাড়ানো হবে। ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হবে।' এদিকে রাষ্ট্রপতি আজ বলেন, 'ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। গত ১০ বছরে গড়ে ৮ শত𓃲াংশ প্রবৃদ্ধি হয়েছে দেশের অর্থনীতিতে। বিশ্বের প𒅌্রবৃদ্ধিতে ভারত একাই ১৫ শতাংশ অবদান রাখছে। আমার সরকার ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করার জন্য কাজ করছে।'
আরও পড়ুন: রাম মন্দিরের ছাদ বেয়ে কি🥀 সত্যি গর্ভগৃহে ঢুকছে জল? বড় দাবি ট্রাস্ট কর্তৃপক্ষের
এদিকে আজকের ভাষণে ১৯৭৫ সালে জরুরি অবস্থা জারির জটিল প্রসঙ্গ টেনে আনেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই নিয়ে তিনি বলেন, 'দু'বছরের দীর্ঘ সময়কাল সংবিধানের উপর সরাসরি আক্রমণের অন্ধকারতম অধ্যায় ছিল জরুরি অবস্থা।' এদিকে নিজের ভাষণের মাধ্যমে আজ বিরোধীদের সংসদীয় কার্যক্রম ব্যাহত নജা করার পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি। তিনি বলেন, 'নীতির বিরোধিতা করা আর সংসদের কার্যক্রম ব্যাহত করা ভিন্ন। জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করা উচিত সকল সদস্যের।' এদিকে তিনি বলেন, তাঁর সরকার বিশ্বাস করে যে বিনিয়োগের জন্য রাজ্যগুলির মধ্যে সুস্থ প্রতিযোগিতা থাকা উচিত।