দুঃসংবাদ। লাগাতার সুদ বৃদ্ধির দিন হয় তো শেষের দিকে। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে(PNB) ২ কোটি টাকার কম অঙ্কের স্থায়ী আমানতের(FD) উপর সুদের হার সংশোধন করা হয়েছে। নির্দিষ্ট মেয়াদের স্থায়ী আমানতে সুদের হার হ্রাস করেছে। PNB তার অফিসিয়াল ওয়েবসাইটে এমনটাই জানিয়েছে। নতুন সুদের হার ১ জুন ২০২৩ থেকে কার্যকর হবে। এক বছরের আমানতে সুদের হার ৫ বেসিস পয়েন্ট (bps) কমানো হয়েছে। এই মেয়াদের আমানতে এখন থেকে ৬.৭৫% হারে সুদ পাওয়া যাবে। আরও পড়ুন: FD Interest Rate: এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের FD-তে লাফিয়ে বাড়ল সুদের হার💖, মিলবে ৭.৫% পর্যন্ত
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সর্বশেষ FD রেট - সাধারণ গ্রাহকদের জন্য
সাধারণ নাগরিকদের জন্য, PNB ৭ দিন👍 থেকে ১০ বছরের মেয়াদে সুদের হ𓆉ার ৩.৫০% থেকে ৭.২৫% পর্যন্ত স্থির করেছে।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সর্বশেষ FD রেট - সিনিয়র সিটিজেন গ্রাহকদের জন্য
প্রবীণ নাগরিকদের জন্য, PNB ৭ দিন ꧙থেকে ১০ বছরের মেয়াদে সুদের হার ৪% থেকে ৭.৭৫% পর্𝓰যন্ত স্থির করেছে।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সর্বশেষ FD রেট - সুপার সিনিয়র সিটিজেন গ্রাহকদের জন্য
অতি প্রবীণ নাগরিকদের জন🍒্য, PNB ৭ দিন থেকে🌟 ১০ বছরের মেয়াদে সুদের হার ৪.৩০% থেকে ৮.০৫% পর্যন্ত স্থির করেছে।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সর্বশেষ FD রেট (২ কোটি টাকার নিচে)
৭ থেকে ১৪ দিন ৩.৫০
১৫ থেকে ২৯ দিন ৩.৫০
৩০ থেকে ৪৫ দিন ৩.৫০
৪৬ থেকে ৯০ দিন ৪.৫০
৯১ থেকে ১৭৯ দিন ৪.৫০
১৮০ দিন থেকে ২৭০ দিন ৫.৫০
২৭১ দিন থেকে ১ বছরের কম ৫.৮০
১ বছর ৬.৭৫
১ বছরের বেশি থেকে ৪৪৩ দিন ৬.৮০
৪৪৪ দিন ৭.২৫
৪৪৫ দিন থেকে ৬৬৫ দিন ৬.৮০
৬৬৬ দিন ৭.০৫
৬৬৭ দিন থেকে ২ বছর ৬.৮০
২ বছরের বেশি এবং ৩ বছর পর্যন্ত ৭.০০
৩ বছরের বেশি এবং ৫ বছর পর্যন্ত ৬.৫০
৫ বছরের বেশি এবং ১০ বছর পর্যন্ত ৬.৫০
MCLR-ও বাড়িয়েছে পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) সমস্ত মেয়াদেই মার্জিনাল ক⛦স্ট বেসড লেনডিং রেট (MCLR) ১০ bpsౠ বাড়িয়েছে। নতুন সুদের হার ১ জুন, ২০২৩ থেকে কার্যকর হবে।
PNB-র ওয়েবসাইট অনুসারে, ব্যাঙ্কের ওভারনাইট ঋণের বেঞ্চমার্ক মার্জিনাল কস্ট খরচ ৮ শতাংশ থেকে বাড়িয়ে ৮.১০ শতাংশ করা হয়েছে। এক মাস, তিন মাস এবং ছয় মাসের জন্য MCLR যথাক্রমে ৮.২০ শতাংশ, ৮.৩০ শতাংশ এবং ৮.৫০ শতাংশে বৃদ্ধি করা হয়েছে। এক বছরের MCLR বাড়িয়ে ৮.৬০ শতাংশ করা হয়েছে। অন্যদিকে তিন বছরের এমসিএলআর ৮.৮০ শতাংশ থেকে বাড়িয়ে ৮.৯০ শতাংশ করা হয়েছে। আরও প𓆉ড𝐆়ুন: FD-তে ভালো সুদ পেয়ে খুশি? কতটা ট্যাক্স কাটবে জানেন তো
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক