গুজরাতে সদ্য মুন্দ্রা বন্দরে উদ্♛ধার হয়েছে মাদক। আর এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার ঘিরে ‘ডবল ইঞ্জিন সরকার’কে টার্গেট করতে ছাড়েননি রাহুল গান্ধী। গুজরাতের মাটি থেকে কংগ্রেসের প্রশ্ন, ‘ডবল ইঞ্জিনের সরকার’ গুজরাতের ড্রাগ মাফিয়াদের কি আলদা করে বাড়তি সুবিধা দিচ্ছে? যা কার্যত প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে কংগ্রেসকে।
উল্লেখ্য, মোদী গড় গুজরাতে সদ্য বিষমদ পান করে ৩৬ জনের মৃত্যু নিয়ে কংগ্রেস কার্যত বিজেপির বিরুদ্ধে সুর চড়াচ্ছে। ঘটনার জেরে বহু অসুস্থ মানুষ ভরতি রয়েছেন হাসপাতালে। এদিকে এই ইস্যুতে রাহুল গান্ধী সদ্য এক টুইটে প্রশ্ন করেন, ‘ ২০২১ সালের সেপ্টেম্বরে, ২১,০০০কোটি টাকার ৩০০০ কেজি; ২০২২ সালের মে মাসে,৫৬ কেজির ৫০০ কোটি টাকা মূল্যের এবং জুলাই ২০২২ এ, ৩৭৫ কোটি মূল্যের ৭৫ কেজি মাদক উদ্ধার হয়। ডবল ইঞ্জিন সরকারে কারা বসে রয়েছে? কারা ড্রাগ মাফিয়াদের পৃষ্ঠপোষকতা করছেন? কেন গুজরাতের যুবকদের মাদকের দিকে ঠেলে দেওয়া হচ্ছে?’ পড়ুন অন্যরকমের খবর- বিয়ের আগে ভুঁড়ির মেদ কমাতে চ𓄧ান? ওজন কমানোর সবচেয়ে সহজ ডায়েট দেখে নিন
এক্ষেত্রে তিনি একই🔯 বন্দরে তিনবার মাদক উদ্ধারের প্রসঙ্গ তোলেন। রাহুল গান্ধীর প্রশ্ন, একই বন্দরে বারবার মাদক উদ্ধারের ঘটনা কীভাবে হয়? সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উঠছে প্রশ্ন। রাহুল তাঁর টুইটে সরাসরি প্রশ্ন করেন, ‘মাফিয়াদের কি আইন শৃঙ্খলার ভয় নেই? নাকি সরকারই হচ্ছে মাফিয়া সরকার?’ রাহুল গান্ধীর প্রশ্ন,' বাপু ও সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিতে কে বা কারা ড্রাগ মাফিয়াদের আড়াল করছে? '