আমেরিকার বুকে গিয়ে সদ্য এক ভাষণে ভারতে অবস্থিত শিখদের নিয়ে একটি মন্তব্য করেন রাহুল গান্ধী। রাহুলের সেই মন্তব্য ঘিরে ব্যাপক বিতর্ক দানা বাঁধে। ছত্তিশগড়ে পর পর FIR দায়ের করা🌠 হয় রাহুল গান্ধীꦕর বিরুদ্ধে। এই পরিস্থিতিতে মুখ খুলে সাফাইয়ের সুর রাহুল গান্ধীর কণ্ঠে। তিনি তাঁর নয়া পোস্টে, পাল্টা বিজেপিকে তাঁর মন্তব্য নিয়ে মিথ্যা ছড়ানোর জন্য অভিযুক্ত করেন।
১০ সেপ্টেম্বর আমেরিকার ওই অনুষ্ঠানে ঠিক কী বলেছিলেন র😼াহুল গান্ধী? তিনি ভারতে ধর্মপালনের স্বাধীনতা নিয়ে বলতে গিয়ে শিখদের প্রসঙ্গ তোলেন। রাহুল বলেন, ‘লড়াইটা রাজনীতির নয়। শিখদের পাগড়ির পরার অনুমতি দেওয়া হবে কি না, তা নিয়ে লড়াই চলছে… একজন শিখকে কাড়া পরতে দেওয়া হবে কি না, তাঁকে গুরুদোয়ারায় যেতে দেওয়া হবে কি না, তা নিয়ে লড়াই চলছে। এটা শুধু শিখদের নয়, সব ধর্মের।’ সেই ১০ সেপ্টেম্বরর ভাষণের ক্লিপ পোস্ট করে রাহুল রেখেছেন নয়া বার্তা। রাহুল সদ্য পোস্ট করা এক্স হ্যান্ডেলে লিখছেন, ' আমেরিকায় করা আমার মন্তব্য নিয়ে মিথ্যা ছড়াচ্ছে বিজেপি। ভারত ও বাইরে থাকা শিখ ভাইবোনদের আমি জিজ্ঞাসা করতে চাই, আমি যা বলেছি, তাতে কি ভুল রয়েছে? ভারত কি সেই দ💦েশ হতে পারে না, যেখানে প্রতিটি শিখ এবং প্রতিটি ভারতীয় বিনা ভয়ে নিজের ধর্মাচরণ পালন করতে পারেন?' রাহুলের দাবি, দেশের শাসকদল তাঁর মুখ বন্ধ করতে চাইছে, যাতে সত্যের মুখোমুখি না পড়তে হয় তাদের। রাহুল তাঁর পোস্টে লেখেন,'বরাবরের মতোই মিথ্যার আশ্রয় নিচ্ছে বিজেপি। তারা আমাকে চুপ করতে মরিয়া কারণ তারা সত্যের মুখোমুখি হতে পারে না। তবে আমি সর্বদা সেই মূল্যবোধের পক্ষে কথা বলব যা ভারতকে সংজ্ঞায়িত করে, বৈচিত্র্য, সমতা এবং প্রেমে আমাদের ঐক্য।'
এদিকে,🥃 এর আগে শিখদের নিয়ে আমেরিকায় রাহুলের মন্তব্যের পর বিজেপির তরফে তাঁর পাল্টা সমালোচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। হরদীপ সিং পুরী বলেন,'যারা আমার সম্প্রদায়ের মানুষ এবং কঠোর পরিশ্রম ও সততার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে জীবিকা নির্বাহ করার চেষ্টা করছেন, তাঁদের সামনে কথা বলার সময় রাহুল গান্ধী একটি মিথ্যা আখ্যান ছড়ানোর চেষ্টা করেছিলেন।' হরদীপ সিং পুরী বলেন,'তিনি একটি নতুন ধরণের আখ্যান সেট করার চেষ্টা করছেন, যা আমি মনে করি বিপজ্জনক।'