লোকসভায় অনাস্থা বিতর্কে অংশ নিতে যাচ্ছিলেন কংগ্র🐭েস নেতা রাহুল গান্ধী। তিনি কী বলেন সেদিকে নজর ছিল অনেকেরই। তবে রাস্তাতে♕ যাওয়ার পথে তিনি যা করলেন তাতে মন ছুঁয়ে গিয়েছে অনেকেরই। সোশ্য়াল মিডিয়ায় অনেকেই তাঁর এই আচরণের প্রশংসা করেছেন।
সূত্রের খবর, রাহুল গান্ধী এদিন সংসদ ভবনের দিকে যাচ্ছিলেন। আচমক💮াই তিনি গাড়ি থেকে দেখেন এক ব্যক্তি স্কুটার থেকে পড়ে গিয়েছেন। তবে এই দৃশ্য দেখে হুশ করে তিনি গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন এমনটা নয়। তিনি গাড়ি থামিয়ে নেমে পড়েন। তিনি দ্রুত ওই স্কুটার আরোহীর দিকে ছুটে যান। তিনি তাঁকে গিয়ে প্রশ্ন করেন, আপনার লাগেনি তো? আপনি ভালো আছেন তো?
তিনি প্রশ্ন করেন আপনার চোট লাগেনি তো? সেই ভিডিয়ো শেয়ার করেছে কংগ্রেস। সেখানে দেখা যাচ্ছে রাহুল গান্ধী দ্রুত গাড়ি থেকে নেমে আসছেন। এরপর তিনি সোজা ওই🐲 ব্যক্তির দিকে এগিয়ে যান। সুরক্ষার কাজে নিয়োজিত আধিকারিকরাও দ্রুত ছুটে যান। কীভাবে তিনি পড়ে গেলেন তা প্রশ্ন করেন রাহুল। তবে রাহুল গান্ধীর এই ব্যবহার মন ছুঁয়ে গিয়েছে অনেকেরই। কংগ্রেস লিখেছে, জননায়ক।
তবে অনেকেরই মতে সাধারণত নেতারা যখন গাড়িতে থাকেন তখন সাধারণ মানুষ কোথায় পড়ে গেলেন, তাঁদের কতটা সমস্যা হল সেব্যাপারে তাঁদের অনেকেরই কোনও খেয়াল থাকে না। কিন্তু এব্যাপারে কিছুটা হলেও ব্💞যতীক্রমী রাহুল গান্ধী। এর আগেও তিনি আহতদের চিকিৎসায় এগিয়ে এসেছেন। এবার পার্লামেন্ট𒊎ের গুরুত্বপূর্ণ অধিবেশনে যাওয়ার পথে এক স্কুটার চালককে রাস্তায় পড়ে যেতে দেখে এগিয়ে গেলেন রাহুল গান্ধী। সেই ভিডিয়ো দেখে অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন।
একজন লিখেছেন পাপু আবার নাটক করতে নেমে পড়েছেন।
তবে অনেকে আবার রাহু༒ল গান্ধীর এই আচরণের প্রশংসা করেছেন। তবে এদিন সংসদের অধিবেশনে কেন্দ্রের মোদী সরকারকে তীব্র আক্রমণ করেন রাহুল গান্ধী। তিনি অভিযোগ তোলেন মণিপুরে ভারতকে হত্যা করেছে মোদী সরকা♛র। এবার হরিয়ানাতে আগুন ধরাতে চাইছেন তারা। এদিন রাস্তায় মানবিক মুখ দেখা গেল রাহুলের। আবার সংসদে মণিপুরের অধিকার রক্ষার জন্য ঝড় তুললেন রাহুল গান্ধী। সব মিলিয়ে দিনভর দেশের নজর ছিল রাহুল গান্ধীর দিকেই।