যে রাস্তা নিয়ে কথা হচ্ছে, তা কর্ণাটকের বারাণাভালুগ্রামে। সেখানে একটি রাস্তা রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ‘ভারত জোড়ো’ যাত্রার সময় খোলা হল সদস্য। গত কয়েক🌊 দশক ধরে সেই🅷 রাস্তাটি ছিল রুদ্ধ। কারণ জাতি বিদ্বেষ।
১৯৯৩ সালে দলিত বনাম লিঙ্🍰গায়েত সংঘাতকে কেন্দ্র করে কর্ণাটকের এই গ্রামের রাস্তা বন্ধ হয় । তারপর অশান্তির ভয়ে আর সেখানের রাস্তা খোলা হয়নি। সোমবার সেই রাস্তা খুলে দিলেন রাহুল গান্ধী। সেই রাস্তা ফের উদ্বোধনের ভিডিয়ো প্রকাশ্যে আনে কংগ্রেস। দেখা যায়, গ্রামের ছোট ছেলে মেয়েদের সঙ্গে রাহুল গান্ধী সেই রাস্তা উদ্বোধন করছেন। কংগ্রেসের পোস্ট করা সেই ভিডিয়োয় ট্যাগ লাইন ছিল ‘প্রতিটি ইঁট জুড়ে জুড়ে আমরা ভারতকে নতুন করে গড়ব।’
একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ওই রাস্তা ফের খুলে দিয়ে তার নাম রাখেন ‘ভারত জোড়ো রাস্তা’। রাস্তায় পাশের বন্দাভালু স্কুলের দেওয়ালে রঙ দিয়ে সকলের 👍হাতের ছাপ রেখে তিনি গ্রামকে ঐক্যের বার্তা দেন। এই রাস্তা উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ডিকে শিবকুমার। উপস্থিত ছিলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া।
সোমবার বন্দনাভালু গ্রামে পা রেখেই মহাত্মা গান্ধীর ছবিতে মাল্যদান করেন। সেখানে সদ্য ২ রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উৎসব পালিত হয়🏅েছে। তারপর সেখানে পা রাখেন রাহুল গান্ধী। গ্রামে পৌঁছে সকলের সঙ্গে কথা বলেন তিনি। গ্রামের উন্নয়ন নিয়েও কথা🍨 বলেন রাহুল গান্ধী। জানা গিয়েছে, মঙ্গল ও বুধবার দশেরা উপলক্ষ্য়ে ভারত জোড়ো যাত্রা স্তব্ধ থাকবে।