বিজেপি শাসিত রাজ্য কর্ণাটকে হাইকোর্টের বিচারপতি সেরাজ্যের অ্যান্টি করাপশন ব্যুরো (দুর্নীতি দমন শাখা)কে নিয়ে কড়া মন্তব্যেরপর থেকে হুমকি পাচ্🧸ছেন বলে অভিযোগ। সেই ঘটনা নিয়ে এবার সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এক টুইটে তিনি 'ডারো মত' (ভয় পেয়োনা)র বার্তা দিয়ে এই প্রসঙ্গ উত্থাপন করেছেন।
তিনি টুইটে লেখেন, 'প্রতিটি প্রতিষ্ঠান বিজেপির দ্বারা বুলডোজারে পিষ্ট, আমাদের প্রত্যোককে ভয়হীনভাবে উঠে দাঁড়াতে হবে কর্তব্য পালনে।' উল্লেখ্য, কর্ণাটকের হাইকোর্টের বিচারপতি এইচ পি সন্দেশ অভিযোগ করেন যে তিনি বহুদিন ধরেই হুমকি বার্তা পাচ্ছিলেন। তাঁকে বদলি করে দেওয়া নিয়ে প্রচ্ছন্ন হুমকি তাঁকে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এক ভিডিয়ো ক্লিপিং তুলে ধরে সেই ঘটনার প্রসঙ্গ প্রকাশ্যে আনেন রাহুল গান্ধী। উল্লেখ্য, এক মামলার প্রেক্ষিতে কর্ণাটকের এসিবিকে 'কালেকশন সেন্টার' বলে মন্তব্য করেন হাইকোর্টের বিচারপতি। এছাড়াও দুর্নীতি দমন শাখার এডিজিপি পদস্থ কর্তাকে তিনি ভ্রষ্ট বলেও ভর্ৎসনা করেন। 'নুপূর শর্মার শিরোচ্ছেদ করলে বাড়ি, সম্প𓂃ত্তি দিয়ে দেব', ব্যক্তির মন্তব্যে বিতর্ক