গৌতম আদানিকে আক্রমণ শানাতে কোনও সুযোগই হাতছাড়া করেন না রাহুল গান্ধী। নির্বাচনী জনসভা হোক কি সংসদ, কংগ্রেস সাংসদের মুখে সব সময়ই আদানি বিরোধী বক্তব্য শোনা যায়। এবং তাঁর অভিযোগ, বিজেপি আদানির হয়েই কাজ করে। তবে এবার ছত্তিশগড়ে গিয়ে নিজের দলের মুখ্যমন্ত্রীকে নিয়েই আলটপকা মন্তব্য করে বসলেন রাহুল গান্ধী। জনসভায় ভাষণ দিতে গিয়ে রাহুল বলেন, 'এই রাজ্যের মুখ্যমন্ত্রী (ভূপেশ বাঘেল) আদানির হয়েই কাজ করেন।' সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন ভূপেশ নিজেও। রাহুল এই কথা বলতেই তিনি কংগ্রেস সাংসদের দিকে হতবাক দৃষ্টিতে তাকান। এদিকে কংগ্রেসের তরফে বলা হচ্ছে, মুখ ফসকে এই কথা বলেছেন রাহুল। তবে এই রাহুলকে পালটা আক্রমণ শানাতে এই সুযোগ হাতছাড়া করছে না বিজেপি। (আরও পড়ুন: বিস্ফোরণে জখমদের দেখতে কোচিতে বাংলার রাজ্যপাল বোস, রাহুল গান্ধীকে ত😼োপ BJP-র)
জনসভায় আদানি ইস্যুতে বলতে গিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকেই গতকাল আক্রমণ শানাচ্ছিলেন রাহুল গান্ধী। তবে 💖বলতে বলতে তিনি নিজের দলের মুখ্যমন্ত্রীর নামেও আলটপকা মন্তব্য করে বসেন। রাহুল গতকাল বলেন, 'কেন্দ্রের সরকার ২৪ ঘণ্টাই আদানির হিতে কাজ করে। আপনারা কৃষকদের পকেট থেকে টাকা ছিনিয়ে নিতে আইন এনেছিলেন। আপনারা আদানির পকেট ভরানোর জন্য আইন এনেছিলেন। আর এখানে আপনার যে মুখ্যমন্ত্রী আছেন, তিনি সারাদিন আদানিজির মতো মানুষদের জন্যেই কাজ করেন। আর আমরা কৃষক, যুব সমাজ, ছোট ব্যবসায়ীদের জন্যে কাজ করি। এটাই আমাদের আর আপনাদের মধ্ಞযে পার্থক্য।'
এদিকে রাহুল হয়ত ভুলেই গিয়েছিলেন যে ছত্তিশগড়ে কং🐟গ্রেসেরই সরকার এবং এখানকার মুখ্যমন্ত্রী তাঁরই দলের। এই আবহে আক্রমণ শানাতে গিয়ে মুখ্যমন্ত্রীর নামেও তিনি তাই এহেন মন্তব্য করে বসেছিলেন। তবে রাহুলের এই মুখ ফসকে বেরিয়ে যাওয়া মন্তব্যে বেশ মজা পেয়েছে গেরুয়া শিবির। বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্য এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। তাতে তিনি রাহুল এবং কংগ্রেসকে আক্রমণ শানিয়ে লেখেন, 'রাহুল গান্ধীও মেনে নিলেন যে তাঁর দলের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল আদানির হয়ে কাজ করেন। অবশেষে সত্যিটা সামনে আসছে। কংগ্রেসেও দীর্ঘদিন ধরে আদানিকে সাহায্য করে এসেছে। তবে রাহুল সেই আদানিকেই আক্রমণ শানান। রাহুল গান্ধী একজন হাস্যকর ব্যক্তি।'