পটনা রেল স্টেশনের টিভিতে চালু হয়ে গেল 'নীল ছবি'! জনবহুল স্টেশনের ১০ নম্বর প্ল্যাটফর্মে লাগানো টিভিতে হঠাত্ই পর্নোগ্রাফি ভিডিয়ো চালু হয়ে✅ যায়। রিপোর্ট অনুযায়ী, স্টেশনের টিভিতে বিজ্ঞাপন চালানোর জন্য এক সংস্থাকে বরাত দেওয়া হয়েছিল। তাদের কোনও কর্মী/কর্মীদের গাফিলতিতেই এটি ঘটেছে। সোমবার রেল জানিয়েছে, অভিযুক্ত সংস্থার চুক্তি বাতিল করা হয়েছে।
এক বিবৃতিতে ইস্ট সেন্ট্রাল রেলওয়ের(ECR) প্রধান জনসংযোগ আধিকারিক বীরেন্দ্র কুমার জানান, সংস্থার বিরুদ্ধে দুইটি FIR নথিভুক্ত করা হয়েছে। একটি রেলওয়ে প্রোটেকশান পুলিশ এবং অপরতি GRP-র অধীনে। আরও পড়ুন:🌳 ভরা স্টেশনের ব্যস্ত সময়ে হঠাৎ টিভি স্ক্রিনে চলল পর্ন ক্লিপ! বিহারে এ কী ঘটে গেল!
রেল জানিয়েছে, '১৯ মার্চ পটনা জংশনের ১০ ন💃ম্বর প্ল্যাটফর্মের নিন্দনীয় ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। দত্ত স্টুডিয়ো কোম্পানি প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে দু'টি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। একটি এফআইআর দায়ের করেছে আরপিএফ এবং অন্💎যটি জিআরপি। আইটি আইনের অধীনে FIR দায়ের করা হয়েছে।
'এছাড়াও, উক্ত সংস্থাকে তার চুক্তি বাতিল করে কালো তালিকাভুক্ত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের দ্বারা পরিচালিত সমস্ত টিভি স্ক্রিনের সংযোগ বিচ্ছিন্ন/লগ আউট করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে আরপিএফ এবং জিআরপি☂। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে,ไ' জানিয়েছে ECR।
স্টেশনের টিভিতে পর্নোগ্রাফি চলছে। এমন ঘটনার যে ভিডিয়ো ভাইরাল হবে না, তা-ও কি সম্ভব। এক যাত্রী সেই সময়ে ভিডিয়ো রেকর্ড করে নেন। সোশ্যাল মিডিয়ায় তা আপলোড করতেই ভাইরাল হয়ে য൲ায়।
অভিযুক্ত দত্ত স্টুডিয়ো, কলকাতার সংস্থা। সাধারণত ট্রেন স্টেশনে লাগানো পর্দায় ট্রেনের টাইমটেবিল, কোন প্ল্যাটফর্মে কী ট্রেন রয়েছে ইত্যাদি দেখানো হয়। এর মাঝে মাঝে সেই স্ক্রিনে বিভিন্ন বিজ্ঞাপন চালানো হয়। রেলের নিজের পক্ষে সেই বিজ্ঞাপন জোগাড় করা ও চালানো সম্ভব নয়। সেই দায়িত্ব টেন্ডারের মাধ্যমে কোনও অ্যাড এজেন্সি জাতীয় সংস্থাকে দিয়ে দেওয়া হয়। বরাতপ্রাপ্ত সংস্থা বিজ্ঞাপন আনে। চুক্তিমাফিক বিজ্ঞাপন থেকে প্রাপ্ত নির্দিষ্ট টাকা রেলকে দিতে থাকে। বাকি টাকা তাদের নিজেদের মুনাফা। এক্ষেত্রেও দত্ত স্টুডিয়ো পটনা স্টেশনে বিজ্ঞাপন চালানোর ভার পেয়েছিল। আরও পড়ুন: বিধাননগরের গেস্ট হাউসের মধ্যেই 🦋চলত পর্নোগ্রাফি শুট, লাইভ ব্রডকাস্টিং!