বাড়ছে চাহিদা। তা পূরণের জন্য শীঘ্রই বিশেষ (স্পেশাল) ট্রেনের সংখ্যা বাড়ানোর কথা ঘোষণা করতে পারে কেন্দ্র। সে বিষয়ে আপাতত রাজ্য সরকারগুলির সঙ্গে রেল মন্🅠ত্রকের আলোচনা চলছে।
রেল মন্ত্রকের এক মুখপাত্র বলেন, ‘আরও বিশেষ ট্রেনের পরিকল্পনা করা হচ্ছে। আমরা রাজ্য সরকারগুলির সঙ্গে শলা-পরামর্শ করছি। আমরা শীঘ্রই ঘোষণা করব এবং সবাইকে জানিয়ে দেব, কবে থেকে সেগুলি চালু হবে।’ তবে কতগুলি স্পেশাল ট্রেনের পরিꦆকল্পনা করা🐽 হচ্ছে, সে বিষয়ে মন্ত্রকের তরফে কিছু জানানো হয়নি।
করোনাভাইরাস পরিস্থিতিতে গত ২২ মার্চ থেকে দেশজুড়ে অর্নিদিষ্টকালের জন্য বন্ধ আছে সাধারণ যাত্রীবাহী ট্রেন পরিষেবা। তারইমধ্যে গত ১২ মে থেকে দি💖ল্লি থেকে দেশের বিভিন্ন প্রান্তে ১৫ জোড়া বিশেষ রাজধানী ট্রেন শুরু করে রেল। জুনের পয়লা তারিখ থেকে আরও ১০০ জোড়া দূরপাল্লার বিশেষ ট্রেন চালু করা হয়। পরে ১১ অগস্ট রেলের তরফে জানানো হয়েছিল, অনির্দিষ্টক♛ালের জন্য সাধারণ যাত্রীবাহী ট্রেন (দূরপাল্লা, লোকাল) পরিষেবা বন্ধ থাকবে। তবে চাহিদার ভিত্তিতে বাড়তি স্পেশাল ট্রেন চালানো হতে পারে।
গত শনিবার চতুর্থ পর্যায়ের আনলকের (আনলক ৪.০) যে নির্দেশিকা প্রকাশ করেছি🌠ল, তাতে মেট্রো সচলের অনুমতি দেওয়া হয়🦋েছিল। কিন্তু সাধারণ ট্রেন পরিষেবা চালুর বিষয়ে কিছু জানানো হয়নি।