বিতর্কে জড়িয়ে পড়লেন হার্দিক পান্ডিয়া। তাঁর বিরুদ꧅্ধে ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগ তুললেন দাউদ ইব্রাহিমের ‘ঘনিষ্ঠ’ এক ব্যক্তির স্ত্রী। সেইসঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহ-সভাপতি রাজীব শুক্লা, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মুনাফ প্যাটেলের বিরুদ্ধেও একই অভিযোগ জমা পড়েছে। এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা এএনআই।
ওই সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, হার্দিক, রাজীব, মুনাফ এবং পৃথ্বীরাজ কোঠারির বিরুদ্ধে ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন দাউদ ‘ঘনিষ্ঠ’ ওই ব্যক্তির স্ত্রী। গত ২৪ সেপ্টেম্বর মুম্বইয়ের সান্তাক্রুজ থানায় একটি অভিযোগও দায়ের করেছেন তিনি। স্বামীর বিরুদ্ধেও ধর্ষণ এবং শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন। আপাতত সেই অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ।🌺 এখনও এফআইআর দায়ের হয়নি বলে জানিয়েছে সংবাদসংস্থা এএনআই। মুম্বই পুলিশের সূত্র উদ্ধৃত করে এএনআই বলেছে, ‘মহিলার অভিযোগের পর থেকে তদন্ত চলছে। কিন্তু সেই অভিযোগের স্বপক্ষে আপাতত কোনও প্রমাণ পাইনি আমরা।’
সেই অভিযোগের ভিত্তিতে এখনও মুখ খোলেননি হার্দিক বা অন্য অভিযুক্তরা। তবে এই প্রথম কোনও বিতর্ক জড়াননি হার্🐬দিক। একটি শো'তে বিতর্কিত মন্তব্য করে সাসপেনশনের মুখে পড়েছিলেন ভারতের তারকা ক্রিকেটার। সেই প্রসঙ্গে গত মাসে ইএসপিএন ক্রিকইনফোর মাসিক ক্রিকেট ম্যাগাজিনে হার্দিক বলেন, '(সাসপেনশন উঠে যাওয়ার পর ২০১৯ সালে) যখন নিউজিল্যান্ড সফরের জন্য আমায় বেছে নেওয়া হয়েছিল, তখন প্রাথমিকভাবে কোনও হোটেল রুম ছিল 𓄧(নিউজিল্যান্ডে হার্দিকের জন্য)। তারপর আমি একটা ফোন পাই। বলা হয়, তুমি চলে এস। এমএস (ধোনি) বলেছে যে ও (এমনিতেই) বিছানায় ঘুমায় না। হার্দিক আমার (ধোনির) বিছানায় ঘুমিয়ে নেবে। আমি (ধোনি) মেঝেতে শুয়ে পড়ব।'