কর্পোরেট জগতে একটা যুগের অবসান হল। প্রয়াত হলেন টাটা সনসের চেয়ারম্যান এমেরিটাস রতন টাটা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬। বুধবার রাতের দিকে টাটা গ্রুপের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে যে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন প্রাক্তন চেয়ারম্যান। ෴সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, এক শীর্ষ পুলি��শ আধিকারিকও নিশ্চিত করেছেন যে রতন টাটার জীবনাবসান হয়েছে। আর তাঁর প্রয়াণে শিল্পমহল তো বটেই, সাধারণ মানুষও শোকস্তব্ধ হয়ে পড়েছেন। কারণ কারও কাছে রতন টাটা নেহাত শিল্পপতি বা টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন না, তিনি ছিলেন একজন ‘আদর্শ’ ব্যক্তি। যিনি কোটি-কোটি মানুষকে অনুপ্রাণিত করেছেন। কর্পোরেট চাকচিক্য নয়, তাঁকে একেবারে নিজেদের একজন ভেবে এসেছেন সাধারণ মানুষ। নিজের চোখে না দেখার পরও আদর্শ হয়ে থেকেছেন। আর সেই মানুষটার প্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়েছেন আমজনতাও।
রতন টাটা শুধুমাত্র শিল্পপতি নন, উনি খুব ভালো মানুষ, শোকপ্রকাশ মোদীর
শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বুধবার রাতে রতন টাটার সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘শ্রী রতন টাটাজি একজন দূরদর্শী শিল্পপতি ছিলেন। তাঁর মনটা মমতায় পরিপূর্ণ✱ ছিল। মানুষ হিসেবে অসাধারণ ছিলেন। উনি ভারতের অন্যতম পুরনো এবং অন্যতম সেরা ব্যবসায়িক প্রতিষ্ঠানকে শক্তিশালী নেতৃত্ব প্রদান করেছিলেন।'
তবে শুধু সেই কাজের জন্য নয়, রতন টাটার নামটা যে স্বর্ণাক্ষরে খোদাই করা থাকবে তাঁর মানবিকতার কারণে, সেটাও স্মরণ করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, 'উনি স্রেফ বোর্ডরুমের মধ্যে আটকে থাকেননি। সেই গণ্ডি ছাড়িয়ে গিয়েছিলেন তিনি। নিজের নম্রতা. উদারতা এলং আমাদের সমাজকে উন্নততর করে তোলার জন্য যে ব্রত নিয়েছিলেন, সেটার কারণে উনি অসংখ্য মানুষের প্রিয় হয়ে ওউঠেছিলেন।’
রতন টাটার প্রয়াণে অপূরণীয় ক্ষতি হল, শোকপ্রকাশ মমতার
রতন টাটার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপা🔜ধ্যায়। তিনি বলেন, 'টাটা সনসের চেয়ারম্যান এমেরিটাস রতন টাটার প্রয়াণে আমি শোকস্তব্ধ। ভারতীয় শিল্পের ক্ষেত্রে একজন অগ্রণী নেতা ছিলেন। যিনি মানুষের জন্য নিজের জীবন নিবেদন করে দিয়েছিলেন। তাঁর প্রয়াণে ভারতীয় শিল্পজগত এবং সমাজে𓆏 অপূরণীয় ক্ষতি হল।'
আরও পড়ুন: গ্যাংস্টার খুন করতে চেয়েছিল, পরো𒆙য়া করিনি, শুরুর দিনের স্মৃতিচারণ রতন টাটার
কিন্তু কী হয়েছিল রতন টাটার?
হাসপাতাল সূত্রে খবর, রবিবার রাতে রতন টাটাকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভরতি করা হয়েছিল। অ্যাঞ্জিওগ্রাফি 🌺করা হয়েছিল সোমবার। তারপর হার্টরেট বৃদ্ধি পেয়েছিল। অবনতি হতে থাকে শারীরিক অবস্থার। সেজন্য তাঁকে ‘লাইফ সাপোর্ট’-এ রাখা হয়েছিল। কিন্তু বুধবার সন্ধ্যায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন রতন টাটা।