প্রয়াত হলেন EssilorLuxo🌊ttica মালিক লিওনার্দো দেল ভেকিও। সোমবার চশমা প্রস্তুত🌺কারক সংস্থার তরফে জানানো হয়েছে, মৃত্যুকালে লিওনার্দোর বয়স হয়েছিল ৮৭। যে EssilorLuxottica-র অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড হল Ray Ban।
ব্যবসায়িক দিক থেকে সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছালেও লিওনার্দোর ছেলেবেলা কষ্টের মধ্যে কেটেছিল। ছেলেবেলায় অনাথ আশ্রমে থাকতেন। সেখান থেকে কয়েক বিলিয়🙈ন ইউরোর মালিক হয়েছিলেন লিওনার্দো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় তাঁকে ইতালির অন্যতম সফল ব্যবসায়ী বলে বিবেচনা করা হয়। যিনি একেবারে নীচ থেকে শুরু করে উপরে উঠেছিলেন।
আরও পড়ুন: Sri Lanka Crisis: আগামী ২ স♔প্তাহ শ্রীলঙ্কায় জ্বালানি তেল বিক্রি বন꧟্ধ করা হল, ভয়াবহ সংকট
১৯৬১ সালে Luxottica তৈরি করেছিলেন লিওনার্দো। যে সংস্থার অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড হল Ray Ban। ২০১৮ স𓂃ালে ফ্রান্সের সংস্থা Essilor-র সঙ্গে মিশে যায় Luxottica। নয়া নাম হয় EssilorLuxottica। সেই গ্রুপের চেয়ারম্যান ছিলেন লিওনার্দো। তাঁর প্রয়াণের চশমা প্রস্তুতকারী সংস্থার তরফে জানানো হয়েছে, পরবর্তী পদক্ষেপ ন𒅌ির্ধারণ করতে আলোচনায় বসবে EssilorLuxottica-র বোর্ড।
আরও পড়ুন: '৫ মিনিটে বেরিয়ে যেতে হবে..', শেয়ার বাজারে টাকা খাটানোর টিপস♈ দিয়ে ভাইর෴াল অটোচালক
বিখ্যাত ধনকুবের প্রয়া♐ণে শোকপ্রকাশ করেছেন ইউরোপিয়ান ইকোনমি কমিশনার পাওলো জেন্তিলোনি। টুইটারে তিনি বলেন, 'ইতালির একজন অসামান্য মানুষ ছিলেন লিওনার্দো দেল ভেকিও। অনাথ আশ্রম থেকে ব্যবসায়িক সাম্রাজ্যের নেতৃত্ব - তাঁর কাহিনি যেন অন্য যুগের। তবে সেটা আজ এবং আগামীর উদাহরণ। চিরশা🌌ন্তিতে ঘুমান।'