প্রয়াত হলেন EssilorLuxottica মালিক লিওনার্দো দেল ভেকিও। সোমবার চশমা প্⛦রস্তুতকারক সংস্থার তরফে জানানো হয়েছে, মৃত্যুকালে লিওনার্দোর বয়স হয়েছিল ৮৭। যে EssilorLuxottica-র অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড হল Ray Ban।
ব্যবসায়িক দিক থেকে সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছালেও লিওনার্দোর ছেলেবেলা কষ্টের মধ্যে কেটেছিল। ছেলেবেলায় অনাথ আ♉শ্রমে থাকতেন। সেখান থেকে কয়েক বিলিয়ন ইউরোর মালিক হয়েছিলেন লিওনার্দো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় তাঁকে ইতালির অন্যতম সফল ব্যবসায়ী বলে বিবেচনা করা হয়। যিনি একেবারে নীচ থেকে শুরু করে উপরে উঠেছিলেন।
আরও পড়ুন: Sri Lanka Cri꧒sis: আগামী ২ সপ্তাহ শ্রীলঙ্কায় জ্বালানি তেল ব🌠িক্রি বন্ধ করা হল, ভয়াবহ সংকট
১৯৬১ সালে Luxottica তৈরি করেছিলেন লিওনার্দো। যে সংস্থার অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড হল Ray Ban। ২০১𒁃৮ সালে ফ্রান্সের 𓄧সংস্থা Essilor-র সঙ্গে মিশে যায় Luxottica। নয়া নাম হয় EssilorLuxottica। সেই গ্রুপের চেয়ারম্যান ছিলেন লিওনার্দো। তাঁর প্রয়াণের চশমা প্রস্তুতকারী সংস্থার তরফে জানানো হয়েছে, পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করতে আলোচনায় বসবে EssilorLuxottica-র বোর্ড।
আরও পড়ুন: '৫ মিনিটে বেরিয়ে যেতে হবে..', শেয়ার বাজা𒆙রে টাকা খাটানোর টিপস দিয়ে ভাইরাল অটোচালক