নিয়ম ভঙ্গের মাসুল গুনতে হবে স্টেট ব্যাঙ্ককে। চলতি বছরের ১৬ নভেম্বরের একটি নির্দেশ মোতাবেক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে ১ কোটি টাকার আর্থিক জরিমানা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নির্দিষ্ট ক্ষমতার ভিত্তিতে রিজার্ভ ব্য়াঙ্ক এসবিআইকে এই জরিমানা করেছে। এদিকে এই জরিমানা করার আগে একাধিক ধাপ পেরিয়েছে আরবিআই। নির্দিষ্ট পদ্ধতি মেনে মূল্যায়নও করা হয়েছে। তারপর এসবিআইকে শোকজও করা হয়। তারপরেও এই জরিমানার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। রিস্ক অ্যাসেসমেন্ট রিপোর্ট, ইনস্পেকশন রিপোর্ট ও অন্যান্য নথি খতিয়ে দেখার পরেই আরবিআই এই সিদ্ধান্ত নেয়। সূত্রের খবর, সেকশন ১৯এর সাবসেকশন ২ লঙ্ঘন করার জেরেই এই সিদ্ধান্ত নিয়েছে আরবিআই। কিছু অসঙ্গতি পাওয়ার পরে গোটা বিষয়টি সম্পর্কে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিকে অবহিত করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কেন তাদেরকে জরিমানা করা হবে না তা এসবিআইয়ের কাছে জানতে চেয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। এরপর তার উত্তর দিয়েছিল ব্যাঙ্ক। দেখা করে জবাব দেয় এসবিআই। কিন্তু তারপরেও সব দিকে বিবেচনা করে জরিমানার সিদ্ধান্তে অনড় থাকে আরবিআই। মূলত যেটা বলা হচ্ছে বিভিন্ন ঋণগ্রহণকারী কোম্পানির পেড আপ শেয়ার ক্যাপিটালের চেয়েও ৩০ শতাংশ বেশি শেয়ার ধরে রাখার জন্যই ব্যাখ্যা চেয়েছিল আরবিআই। সেই ব্যাখ্যাতে সন্তুষ্ট না হয়েই দেশের সর্ববৃহৎ ব্যাঙ্কিং সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার উপর জরিমানা আরোপ করল আরবিআই।