করোনা আবহে 'আত্মনির্ভর ভারত' প্রকল্পটির অধীনে আনা চারটি সংস্কারই দেশকে সামলে চলতে সাহায্য করেছে। লিঙ্কডইনে লেখা এক ব্লগে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি বিগত ২ বছর ধরে যেভাবে কেন্দ্র-রাজ্য কাঁধে কাঁধ মিলিয়ে করোনার বিরুদ্ধে লড়াই করে চলেছে, তারও প্রশংসা করেন মোদী।নিজের ব্লগে নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারত প্রসঙ্গে লেখেন, '২০২০ সালে মে মাসে আত্মনির্ভর ভারত প্রকল্পের অধীনে রাজ্যগুলিকে অতিরিক্ত ঋণ নেওয়ার অনুমতি দেওয়া হয়। আর্থিক সংস্কারের শর্তে সেই ঋণ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। এর আগে কখনও সংস্কারের জন্য এই ধরনের অনুপ্রেরণামূলক সিদ্ধান্ত নেওয়া হয়নি।'এছাড়া 'এক দেশ, এক রেশন কার্ড', ব্যবসা করার পরিস্থিতি তৈরি করা, সম্পত্তি করের ফ্লোর রেটের বদল, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মতো সংস্কারের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। মোদী নিজের লেখার মাধ্যমে জানান, সম্পত্তি করের ফ্লোর রেটের বদল সংক্রান্ত সংস্কার আনা ১১টি রাজ্যকে কেন্দ্র অতিরিক্ত ১৫,৯৫৭ কোটি ঋণ নেওয়ার অনুমোদন দেয়।এদিকে মোদী জানান 'ইজ অফ ডুইং বিজনেস' সংক্রান্ত সংস্কার আনায় ২০টি রাজ্যকে অতিরিক্ত ৩৯ হাজার ৫২১ কোটি টাকা ঋণ নেওয়ার অনুমোদন দেওয়া হয়। এছাড়া, 'এক দেশ, এর রেশন কার্ড'-এর সংস্কার সম্পন্ন করেছে ১৭টি রাজ্য। সেই রাজ্যগুলিকে অতিরিক্ত ৩৭ হাজার ৬০০ কোটি টাকা ঋণ নেওয়ার অনুমোদন দেয় কেন্দ্র।প্রধানমন্ত্রী নিজের পোস্টে লেখেন, '২০২০-২১ অর্থবর্ষে বিশ্বজুড়ে আর্থিক সংকটের পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই সময় ভারতীয় রাজ্যগুলি অনেক বেশি ঋণ নিতে সক্ষম হয়। এই অতিরিক্ত ঋণের মোট পরিমাণ ১.০৬ লক্ষ কোটি টাকা। বিশ্বের সব সরকার এবং নীতি নির্ধারকদের কাছেই এই সময়টা চ্যালেঞ্জের ছিল। এমন একটা সময়ে অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করতে এংব জনকল্যাণমূলক কাজ চালিয়ে যাওয়া বড় বিষয় ছিল। রাজ্যগুলির কাছেও বিষয়টা চ্যালেঞ্জিং ছিল। নীতি নির্ধারণের সময় দেখা হয়েছিল যাতে সব স্তরের মানুষ এতে উপকৃত হন।'