খবরের চ্যানেল ছাড়া বাকি সব চ্যানেলের লাইসেন্স ডিজনি স্টারকে ট্রান্সফার করার জন্যে কেন্দ্রীয় সরকারের অনুমতি পেয়ে গেল ভায়াকম ১৮। মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের অধীনে থাকা এই সংস্থারই চ্যানেল স্পোর্টস ১৮। এই চ্যানেলে ভারতের দেশের মাটিতে অনুষ্ঠিত সব আন্তর্জাতিক খেলা দেখানো হয়। অলিম্পিকও এই বছর এই চ্যানেলে দেখানো হয়েছিল। আবার স্টার স্পোর্টসে দেখানো হয় আইপিএল। এই আবহে দুই সংস্থা এক সূত্রে যুক্ত হয়ে গেলে তাতে দেশের ক্রিকেট দেখার অভিজ্ঞা বদলে যেতে পারে বে মনে করা হচ্ছে। এই আবহে রিলায়েন্সের তরফ থেকে গতকাল বিবৃতি জারি করে জানানো হয়, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক তাদেরকে চ্যানেলের লাইসেন্স ট্রান্সফারের অনুমতি দিয়েছে। এর প্রায় এক মাস আগে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া রিলায়েন্স-ডিজনির ৭০ হাজার কোটি টাকার এই চুক্তিকে অনুমোদন দেয়। (আরও পড়ুন: বেতন বাড়ল কয়েক হাজার, পুজোর মুখে চুক্তিভ🐓িত্তিক কর্মীদের পকে𒆙ট ভরাল মমতার সরকার)
আরও পড়ুন: 🧔পুজোর আগে বাড়ল কর্মীদের বেতন, সরকারি তালিকাꦿ ধরে জানুন কাদের পকেটে ঢুকবে কত
আরও পড়ুন: বড় ঘোষণা মুখ্যমন🌱্ত্রীর, উৎসবের মরশুমে বাড়ছে ন্যূনতম বেতন, 🍌ডিএ বৃদ্ধি ৩.২%
রিপোর্ট অনুযায়ী, গত ২০২৩ সালের ডিসেম্বরেই লন্ডনে প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল রিলায়েন্স এবং ডিজনি-স্টারের মধ্যে। ডিজনি স্টার এবং রিলায়েন্সের মার্জারের ফলে বিনোদন জগতে এটাই হতে চলেছে সবথেকে বড় মার্জার। এর আগে সোনি ও জি-র মার্জারের সিদ্ধান্ত নিয়েছিল। তবে দুই বছর আগে এর ঘোষণা হলেও সম্প্রতি সেই চুতি ভেস্তে যায়। এদিকে রিলায়েন্স ও ডিজনি স্টারের মার্জার তার থেকেও বড় আকারের হবে বলে জানা যাচ্ছে। এই আবহে দেশের স্ট্রিমিং ব্যবসাতেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে। রিপোর্ট অনুযায়ী, রিলায়েন্স এবং ডিজনির সংযুক্তিকরণে যে নয়া সংস্থা স্থাপিত হবে, তার ৬৩.১৬ শতাংশ মালিকানা থাকবে রিলায়েন্সের হাতে। আর বাকি ৩৬.৮৪ শতাংশ ডিজনির হাতে। (আরও পড়ুন: রবিবাসরীয়💞 বাজার মাতাবে পদ্মার ইলিশ, আরও রুপোলি শস্য এল ভারতে, দাম কত জানেন?)
আরও পড়ুন: পুজোর আগে বড় সিদ্ধান্ত কেন্দ্রের, চাল রফতানির ওপর থেকে উঠ๊ল নিষেধাজ্ঞা
এদিকে রিপোর্ট অনুযায়ী, এই চুক্তির অধীনে থাকবে জিও সিনে𒐪মা। ডিজনি প্লাস হটস্টারও এই চুক্তির আওতায় পড়বে। আপাতত ডিজনির এই ওটিটি প্ল্যাটফর্ম লোকসানে চলছে। আইপিএল, ভারতে অনুষ্ঠিত ক্রিকেট সিরিজ দেখানোর অধিকার হারিয়েছে তারা। ভারতে ওটিটি মাধ্যমে ওয়ার্নার ব্রাদার্সের শো এবং সিনেমা দেখানোর অধিকারও হটস্টারের থেকে জিও সিনেমার হাতে গিয়েছে। জানা গিয়েছে, এই মার্জারের জন্য দুই পক্ষই বিগত বেশ কয়েক মাস ধরে দর কষাকষি চালিয়ে গিয়েছে। এরপর গিয়ে গতবছরের শেষ লগ্নে লন্ডনে টার্মশিটে সই করে দুই সংস্থার কর্তারা। লন্ডনের সেই বৈঠকে ডিজনির তরফ থেকে লন্ডনের বৈঠকে উপস্থিত ছিলেন সংস্থার 🐻প্রাক্তন আধিকারিক কেভিন মায়া এবং মুকেশ আম্বানির আস্থাভাজন মনোজ মোদী।
প্রসঙ্গত, এই দুই সংস্থা এক হলে দেশে খেলা দেখার অভিজ্ঞতা পুরোপুরি বদলে যেতে পারে বলে মনে করা হচ্ছে। বর্তমানে টিভিতে আইপিএল সম্প্রচারের অধিকার রয়েছে স্টারের কাছে। আর অনলাইন স্ট্রিমিং করে জিও সিনেমা। এদিকে ভারতে যত আন্তর্জাতিক🌃 ক্রিকেট ম্যাচ হবে, তা দেখানোর অধিকার আছে স্পোর্টস ๊১৮-এর কাছে। এই আবহে নতুন সংস্থা একচেটিয়া ভাবে ভারতীয় ক্রিকেট সম্প্রচারের দুনিয়ায় রাজ করবে।