জিএসটি পেমেন্টে রিটার্ন ও এক্সসেস ইনপুট ট্যাক্স ক্রেডিট-এ গরমিল, সুদ পরিশোধ না করা সহ একাধিক অভিযোগ উঠে এসেছে, তেলাঙ্গানাকে ঘিরে ক্যাগ রিপোর্ট ২০২১-২২ এ। যে ক্যাগের রিপোর্ট সেরাজ্যের বিধানসভায় পেশ করা হয়েছে। সেখানে রাজস্বের টাকায় ৯৮৬ কোটির গরমিল পাওয়া গিয়েছে। জিএসটি পেমেন্ট নিয়েও রয়েছে বড়সড় বেনিয়মের অভিযোগ। এছাড়াও রাজ্য🃏ের বাসিন্দা তথা তেলুগু সুপারস্টার জুনিয়ার এনটিআর-এর ভাই নন্দমুরি কল্যাণরামের বিরুদ্ধেও রয়েছে রিটার্ন ফাইল করার দেরির জন্য প্রদেয় সুদ জমা না দেওয়ার অভিযোগ।
ক্যাগের এই রিপোর্টে হায়দরাবাদ রেস ক্লাব, বিডিএল সহ একাধিক জায়গার নাম করা হয়েছে। জ🐓িএসটিতে পাঞ্জাগুট্টায় সেরাজ্যে শাওমি টেকনোলজি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড-র ইনপুট ট্যাক্স ক্রেডিটে বেশ কিছু গরমিল দেখা গিয়েছে, এমন দাবি করেছে ক্যাগের রিপোর্ট। সেই বিষয়ে সংশ্লিষ্ট বিভাগকে সচেতন করা হয়েছিল ২০২২ সালে। তার জবাবে বলা হয়েছিল, করদাতাকে একটি নোটিস দেওয়া হয়েছে। এছাড়াও বেগমপেটে আইটিসির গরমিল দেখা গিয়েছে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রার ক্ষেত্রে। একইভাবে আইটিসি সংক্রান্ত ফারাক রয়েছে বাইকন লিমিটেডের মামলায়।
ক্যাগের রিপোর্ট বলছে, সুদ প্রদানে অপেকꦐ্ষাকৃত উচ্চ হারে গরমিল দেখা গিয়েছে। টার্ন ওভার ডিক্লারেশন সংক্রান্তও বেশ কিছু হিসাবে গোলমাল রয়েছে বলে জানিয়েছে ক্যাগ। এছাড়াও অভিযোগ রয়েছে ভুল টার্ন ওভার ডিক্লারেশন ঘিরে। সমস্যা রয়েছে আরসিএম- আইটিসি, শর্ট ট্যাক্স ঘিরেও। উল্লেখযোগ্যভাবে ক্যাগের রিপোর্ট বলছে, এই সমস্ত ক্ষেত্রে ৪১ শতাংশ গরমিল রয়েছে ডেটা-এন্ট্রির কাজে ভুলের জন্য। ক্যাগ বলছে, ১০১ টি মামলায় সংশ্লিষ্ট দফতর তৎপর হয়েছে, আর পরিস্থিতি যথাযোগ্যভাবে ব্যাখ্যা করেছে।