এর আগে আমেরিকায় বসবাসকারী অভিবাসীদের নাকি ঘুরিয়ে 'আবর্জনা' বলে উল্লেখ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের সেই ব🐎েফাঁস মন্তব্যের জবাব দিতে গিয়ে পালটা বেফাঁস কথা বলে বসেন♛ বর্তমান মার্কিন প্রেসিডেন্ট তথা ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের অন্যতম সমর্থক জো বাইডেন।
অভিযোগ উঠেছে, নির্বাচনী🍌 প্রচারের আবহে ট্রাম্পের মন্তব্যের কড়া সমালোচনা করেন বাইডেন। আর সেই সময়েই ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের 'আবর্জনা' বলে সম্বোধন করেন তিনি।
স্বাভাবিকভাবেই তাঁর এই মন্তব্যে বেজায় অ♔স্বস্তিতে পড়তে হয় কমলা হ্যারিস-সহ তাঁর অনুগামী, সমর্থক ও দলীয় সহকর্মীদের। আর এবার হোয়াইট হাউসের বিরুদ্ধে বাইডেনের সংশ্লিষ্ট মন্তব্যটিই বদলে দেওয়া অভিযোগ আনলেন রিপাবলিকানরা।
তাঁদের অভিযোগ, হোয়াইট হাউস কর্তৃপক্ষ খুব চতুরভাবে এই বদল করছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্টের বক্তৃতার যে লিখিত রূপ বা ট্রান্সক্রিপশন প্রকাশ করা হয়েছে, তাতে - 'সমর্থকরা' শব্দটিকে করে দেওয়া হয়েছে 'সমর্থকদের'। এছাড়াও, শব্দে বিশেষ বদল না করে, বাক্য গঠಞন একেবারে🅰 বদলে দেওয়া হয়েছে।
রিপাবলিক🥀𝓰ানদের অভিযোগ, জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের আবর্জনা বলেছিলেন। কিন্তু, হোয়াইট হাউসের লেখনশৈলীতে তা হয়ে গিয়েছে, ট্রাম্পের সমর্থকদের কাছে থাকা আবর্জনা।
বিষয়টি নজর এড়ায়নি এক্স ব্যবহারকারীদেরও। তারা এ নিয়ে ইতিমধ্যেই নিজেদের সোশাল হ্যান্ডেলে সরব হয়ে꧂ছেন।
একজন যেমন লিখেছেন, 'সমস্ত ব্যবস্থাপনাটিই আমেরিকার মানুষের সঙ্গে মিথ্যাচা🦩র করছে। ভিডিয়োয় প্রমাণ থাকা সত্ত্বেও হোয়াইট হাইসের সরকারি ট্রান্সক্রিপশনে বয়ান বদলে দেওয়া হচ্ছে।'
'ফ্যাসিবাদ ঠিক এমনই দেখতে হয়। সরকারের আমাদের প্রতি এতটুকুও সম্মান আর বাকি ন𓂃েই। আগামী ৫ নভেম্বর আমেরিকার মানুষই আবর্জনা বিদায় করবে।'
আরও একজন বক্তব্য হল, 'জো বাইডেন যা বলেছেন, তার প্রেক্ষিতে হোয়াইট হাউসের এই সরকারি বয়ান সোজাসাপটা মিথ্যাচার ছাড়া আর কিছু🌃ই নয়। অথচ, জো বাইডেন যা বলেছেন, তা ভিডিয়োতেই স্পষ্ট শোনা𒀰 যাচ্ছে।'
প্রসঙ্গত, ট্রাম্পের যে ভাষণের জেরে এত কাণ্ড, ম্যাডি𒅌সন স্কোয়্য়ার গার্ডেনের সেই সমাবেশে তাঁকে বলতে শোনা গিয়েছিল, 'আবর্জনার ভাসমান দꦡ্বীপ'। অভিযোগ, এই নির্দিষ্টি উপমা আসলে তিনি ব্যবহার করেছিলেন পুয়ের্তো রিকোকে উদ্দেশ্য করে।
এর জবাবে জো বাইডেন বলেন, 'আমি একমাত্র য𒁏ে আবর্জনাগুলিকে ভাসমান অবস্থায় দেখতে পাচ্ছি, সেগুলি আদতে ট্রাম্পের সমর্থক!'
প্রেসিডেন্টের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই কোমর বেঁধে মাঠে নামেন রিপাবলিকানকরা। তাঁ♈র মন্তব্যের জন্য ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্পের সমর্থকরাও।
যদিও হোয়াইট হাউসের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা 🅰করা হয়, প্রেসিডেন্টের মন্তব্যের ভুল 🌸ব্যাখ্যা করা হয়েছে। তিনি মোটেও ট্রাম্পের সমর্থকদের আবর্জনা বলেননি। বরং, যেভাবে ঘৃণা ভাষণ করা হচ্ছে, সেই অনুশীলনকেই তিনি আবর্জনা বলেছেন।