রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উদযাপন পরিকল্প🏅না নিয়ে আলোচনা হল ঝুনঝুনুর অখিল ভারতীয় প্রচারকদের বৈঠকে। গত ৭ জুন থেকে শুরু হওয়া এই সভা চলে ৯ জুন পর্যন্ত। সেই সভাতেই সিদ্ধান্ত নেওয়া হয় যে দেশজুড়ে আরএসএস নিজেদের শাখার সংখ্যা বাড়ি🎐য়ে এক লক্ষ করতে চায়। ২০২৪ সালের মধ্যেই এই লক্ষ্য পূরণ করতে চায় সংঘ।
উল্লেখ্য, ২𝓡০২৫ সালে সংঘের শতবর্ষপূর্তি। তার আগেই দেশের সর্বস্তরের মানুষের কাজে সংঘ পৌঁছে যেতে চাইছে। আর এর জন্যই শাখার সংখ্যাও বাড়াতে তৎপর নেতৃত্ব। আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপি-র জাতীয় সাংগঠনিক সম্পাদক সুনীল আম্বেকর এই বিষয়ে বলেন, ‘২০২৫ সালে আরএসএস-এর ১০০তম বার্ষিকী। সংঘের শতবর্ষ উদযাপনের জন্য একটি ব্যাপক সম্প্রসারণ পরিকল্পনা করা হয়েছে। ২০২৪ সালের মধ্যে সারা দেশে এক লক্ষ শাখা তৈরি করা হবে যাতে সংঘের কাজ সমাজের সমস্ত স্তরে পৌঁছে যায়।’
তিনি বলেন, সামাজিক জাগরণের মাধ্যমে সমাজে একটি ইতিবাচক পরিবেশ তৈরি করাই সংঘের লক্ষ্য। এই ধরনের প্রয়াসের ফলে সেই লক্ষ্য পূরণ হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, আরএসএস-এর কাজ আবারও গতি পাচ্ছে দেশজুড়ে। কোভিড-১৯ মহামারির কারণে যে শাখার কাজ ক্ষতিগ্রস্ত হয়েছিল তা আবারও শুরু করা হ🔯য়েছে। তিনি জানান, বর্তমানে দেশজুড়ে আরএসএস-এর 'শাখা'র সংখ্যা ৫৬,৮২৪। সেই সংখ্যা আগামী দুই বছরের মধ্যে প্রায় দ্বিগুণ করতে চায় সংঘ। এদিকে ২০২৪ সালে দেশে লোকসভা নির্বাচ🌳নও বটে। এই আবহে আরএসএস-এর এই সম্প্রসারণ বিজেপিকে আরও শক্তি জমি গড়ে দেবে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।