শচিন সাইনি
রাজস্থান𝓰ের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শচিন পাইলট নতুন দল করবেন বলে জল্পনা ছড়িয়েছিল। তবে এআইসিসির জেনারেল সেক্রেটারি ইনচার্জ, রাজস্থান সুখজিন্দর সিং রণধাওয়া মঙ্গলবার জানিয়েছেন, এই 🌄ধরণের কোনও ব্যাপার হয়নি। এটা কখনও হবেও না। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, পাইলটের ৯০ শতাংশ সমস্যা মিটিয়ে ফেলা হয়েছে।
রণধাওয়া সংবাদমাধ্যমে জানিয়েছেন, এই ধরনের কোনও ঘটনা হয়নি। সংবাদমাধ্যমের প্রতিনিধিরা এই বিষয়টি তুলেছেন। কিন্তু তেমন কোনও ঘটনা হয়নি। এটা কখনওই হবে না। 🍸আমি আপনাদের কাছ💞 থেকেই শুনলাম এমন কোনও ঘটনা হয়েছে। শচিন পাইলটের অতীতেও এমন কোনও চিন্তাভাবনা ছিল না। এখনও তাঁর এমন কোনও চিন্তাভাবনা নেই।
এদিকে ওই কংগ্রেস নেতা জানিয়েছেন, দিল্লিতে আমরা প্রায় চার ঘণ্টা ধরে আলোচন💞া করেছি। রাহুল গান্ধী, কেসি বেণুগোপালনও ছিলেন। আমরা দুই নেতার কথা শুনেছি। অশোক গেহলট ও শচিন পাইলটের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, নেতারা বলেছেন আপনারা দুজনেই কংগ্রেসের সম্পদ। তাঁরা দুজনেই বলেছেন, তাঁরা একসঙ্গে কাজ করতে চান।
এদিকে গত ২৯ মে গেহলট ও পাইলটের সঙ্গে আলাদা করে দেখা করেন নেতৃত্ব। সেই মিটিংয়ের পরে বেণুগোপাল জানিয়েছ🌃িলেন, গেহলট ও পাইলট উভয়ই জানিয়েছেন, কংগ্রেসের সঙ্গে দুজনেরই চুক্তি রয়েছে। তারা একসঙ্গেই ভোটের লড়াই লড়বেন।
এদিকে পাইলটে🎀র দাবি মতো কমিটি তৈরি করার প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, হাই কমান্ডের হাতে গোটা বিষয়টি💃 রয়েছে। মিটিংয়ে ৯০ শতাংশ সমস্যা মিটে গিয়েছে। সকলেই রাজি রয়েছেন। একমত হয়েছেন।
এদিকে পাইলটকে পদ দেওয়া প্রসঙ্গে রণধাওয়া জানিয়েছেন, সকলকেই দা🏅য়িত্ব দেওয়া হচ্ছে। এনিয়ে মিটিংয়ে আলোচনা হয়েছে। কিন্তু সেই ফর্মুলা আমি বাইরে বলব না।