পঞ্জাবের রাজনীতির অন্যতম লৌহপুর🎀ুষ প্রকাশ সিং বাদল প্রয়াত। শিরোমনি অকালি দলের এই নেতার মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৫ বছর।অকালি দল তাঁর হাতে গড়া। যার প্রতিষ্ঠাতা হিসাবেই শুধু নয়, পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবেও প্🧸রকাশ সিং বাদলের পরিচিতি রয়েছে। মোহালির ফোর্টিস হাসপাতালে তিনি এদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রকাশ সিং বাদলের মিডিয়া অ্যাডভাইজার জাঙ্গবীর সিং এদিন এই বর্ষীয়ানের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন। জানা গিয়েছে দীর্ঘ রোগভোগের মধ্য দিয়ে যাচ্ছিলেন প্রকাশ সিং বাদল। এক সপ্তাহ আগে তাঁকে হাসপাতালে বর্তি করা হয়। সদ্য তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হয়। তিনি আইসিইউতে ভর্তি ছিলেন। কী থেকে মৃত্যু 🙈হয়েছে তা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে,' পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদলকে ১৬ এপ্রিল মোহালির ফোর্টিস হাসপাতালে ভর্তি করা হয়েছিল।' ব্রঙ্কিয়াল অ্যাস্থমা থেকে তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হয়। এরপর ১৮ এপ্রিল তাঁকে আইসিইউতে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানে তাঁর শ্বাসপ্রশ্বাসের পরিস্থিতি আরও খারাপ হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে,'তিনি চিকিৎসা ব্যবস্থাপনার পাশাপাশি এনআইভি এবং এইচএফএনসি সহায়তায় ছিলেন। তিনি কার্ডিওলজি দ্বারা সমর্থিত পালমোনোলজি এবং ক্রিটিক্যাল কেয়ার টিমের সাথে ꦛঅধ্যাপক চিকিৎসক দিগম্বর বেহরার অধীনে চিকিৎসাধীন ছিলেন।' হাসপাতাল জানাচ্ছে,'উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা থাকা সত্ত্বেও এস প্রকাশ সিং বাদল অসুস্থ হয়ে মারা যান। ফোর্টিস হাসপাতাল মোহালি প্রকাশ সিং বাদলের মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছে।'
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার♔ HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক