স্কুট🧸ারে চেপে নোনতা খাবার বিক্রি থেকে দেশের অন্যতম প্রভাবশালী ব্যক্তি, সেখান থেকে গোঁত্তা খেয়ে পতন - একটা সময় পুরো দেশকে নাড়িয়ে দেওয়া সেই সাহারা গ্রুপের চেয়ারম্যান সুব্রত রায় প্রয়াত হলেন। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন সাহারা গ্রুপের চেয়ারম্যান। মঙ্গলবার মুম্বইয়ে তাঁর মৃত্যু হয়েছে। বয়স হয়েছিল ৭৫। যিনি আর্থিক, আবাসন, মিডিয়া, পরিষেবা সংক্রান্ত-সহ বিভিন্ন ক্ষেত্রে সাহারার ‘সাম্রাজ্য’ তৈরি করেছিলেন। দীর্ঘদিন ভারতীয় ক্রিকেট দলের স্পনসর ছিল সাহারা গ্রুপ। দল ছিল আইপিএলেও। পরিচিত ছিলেন ‘সাহারশ্রী’ নামে। কিন্তু পরবর্তীতে সেই সাম্রাজ্যের পতন ঘটে।
সাহারা ইন্ডিয়া পরিবারের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, 'অত্যন্ত দুঃখের সঙ্গে সাহারা ইন্ডিয়া পরিবারের তরফে আমাদের মাননীয় সাহারশ্রী সুব্রত রায় সাহারার প্রয়াণের খবর জানানো হচ্ছে। সাহারশ্রীজি অত্যন্ত অনুপ্রেরণাদায়ক নেতা ছিলেন। তিনি অত্যন্ত দূরদর্শী ছিলেন। ২০২৩ সালের ১৪ নভওেম্বর রাত ১০টা ৩০ মিনিটে তাঁর মৃত্যু হয়েছে।'
ওই বিবৃতিতে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন সুব্রত। হাইপারটেনশন, ডায়াবিটিস, মেটাস্টিক ম্যালিগন্যান্সির (একধরনে🎶র ক্যানসার) মতো অসুস্থতার সঙ্গে লড়াই চলছিল। শারীরিক অবস্থার অবনতির জেরে গত রবিবার তাঁকে মুম্বইয়ের বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছিল। সেখানেই হৃদরোগে আক্রান্ত হন। মৃত্যু হয় তাঁর।
সুব্রত রায়ের প্রয়াণ সংক্রান্ত আপডেট
১) সাহারা ইন্ডিয়া পরিবারের তরফে বলা হয়েছে, ‘তাঁর অভাব অনুভূত করবে সাহারা ইন্ডিয়া পরিবার। সাহারাশ্রী মেন্টর ছিলেন ছিলেন। অনুপ্রেরণার উৎস ছিলেন।’ তবে কবে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে, সে বিষয়ে সাহারা ইন্ডিয়া পরিবারের তরফে কিছু জানানো হয়নি। একাধিক রিপোর্ট অনুযায়ী, লখনউয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন হতে൩ পারে।
২) সুব্রতের প্রয়াণে শোকপ্রকাশ করেছ🔯েন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ অখিলেশ বলেন, ‘উত্তরপ্রদেশ এবং দেশের কাছে সুব্রত রায়জি'র প্রয়াণ আবেগপূর্ণ। তিনি অত্যন্ত সফল ব্যবসায়ী ছিলেন।’ সেইসঙ্গে অখিল দাবি করেন, দেশের অসংখ্য মানুষকে তিনি সাহায্য করেছিলেন। তাঁর হৃদয় অত্যন্ত বড় ছিল।
আরও পড়ুন: সাহারা কর্তা সুব্রত রায় ও তা🐻ঁর দুই কোম্পানিকে বিপুল টাকা জরিমানা করল SEBI
৩) এমনিতে উত্তরপ্রদেশের বাঙালিদের সহযোগিতা করতেন সু꧃ব্রত। একাধিক দুর্গাপুজোয় আর্♓থিক সাহায্য প্রদান করতেন।