State Bank of India-র কার্ডলেস টাকা তোলার পদ্ধতি :১. স্মার্টফোনে YONO অ্যাপ ইনস্টল করুন প্লে স্টোর থেকে। লগ ইন করে রাখুন।২. Yono Cash নামের অপশনে যান।৩. ATM সেকশানে যান। কত টাকা তুলবেন লিখুন।৪. আপনার ফোনে Yono ক্যাশ ট্রানজাকশানের একটি নম্বর আসবে SBI-এর মেসেজে।৫. সেই নম্বরটা ব্যবহার করতে হবে। সেই সঙ্গে দিতে হবে পিন-ও। তবে কেবলমাত্র কার্ডলেস লেনদেন আছে এমন ATM-এই এটা হবে। সেখানে ATM-এর প্রথম পেজেই এই অপশন থাকবে।ICICI Bank-এর কার্ডলেস টাকা তোলার পদ্ধতি :১. ব্যাঙ্কের iMobile অ্যাপে যান। Services-এ যান। সেখানে 'Cash Withdrawal at ICICI Bank ATM'-এ টাচ করুন।২. টাকার অ্যামাউন্টটা লিখুন। অ্যাকাউন্ট নম্বর সিলেক্ট করুন। ৪ সংখ্যার টেম্পোরারি পিন তৈরী করে সাবমিট করুন।৩. এরপর একটা OTP আসবে।৪. যে কোনও ICICI Bank ATM-এ Cardless Cash Withdrawal সিলেক্ট করুন। এরপর মোবাইল নম্বর ও রেফারেন্স OTP ভরুন। টেম্পোরারি পিন ভরুন। এবার সাধারণ এটিএম-এর মতোই টাকার অ্যামাউন্ট লিখুন।Bank of Baroda-র কার্ডলেস টাকা তোলার পদ্ধতি :১. এর জন্য প্রয়োজন M-connect মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ। Premium Services অপশনে টাচ করুন।২. পরের স্ক্রিনে Cash অপশনে টাচ করুন।৩. এরপর অ্যাকাউন্ট নম্বর, টাকার পরিমাণ ভরুন।৪. এরপর ব্যাঙ্কের রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP আসবে। এটি মাত্র ১৫ মিনিটের জন্যই ভ্যালিড থাকবে।৫. Bank of Baroda-র ATM-এ Cash on Mobile অপশানে যান।৬. OTP ভরুন। টাকার অ্যামাউন্ট লিখুন।Kotak Mahindra Bank-এর কার্ডলেস টাকা তোলার পদ্ধতি :১. এর জন্য Kotak নেট ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিং অ্যাপটি প্রয়োজন।২. মোবাইল নম্বর, এসএমএস কোড এবং টাকার অ্যামাউন্ট লিখে আগেরগুলির মতোই টাকা তোলা যাবে। কাউকে টাকা প্রেরণও করা যাবে।