বাংলা নিউজ > ঘরে বাইরে > SBI RD Interest Rates: এবার RD-তে সুদের হার বাড়াল SBI, আপনার হাতে কত টাকা বেশি আসবে? দেখুন তালিকা
রেকারিং ডিপোজিটে সুদের হার বাড়াল স্টেট ব্যা🐟ঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। গত ১৪ জুন (মঙ্গলবার) থেকে নয়া সুদের হার কার্যকর করেছে ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক।
মাত্র ১০০ টাকা দিয়ে এসবিআইতে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট খোলা যায়। গ্রাহকরা ১২ মাস থেকে ১০ বছরের মেয়াদে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টে টাকা বিনিয়োগ করতে পারেন। ফিক্সড ডিপোজিটের মতোই যে কোনও মেয়াদের ক্ষেত🐎্রে প্রবীণ নাগরিকরা ০.৫ শতাংশ বেশি সুদ পেয়ে থাকেন।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রেকারিং ডিপোজিটে সুদের হার (SBI RD Interest Rates)
- ১ বছর থেকে ২ বছরের কম: ৫.৩ শতাংশ।
- ২ বছর থেকে ৩ বছরের কম: ৫.৩৫ শতাংশ।
- ৩ বছর থেকে ৫ বছরের কম: ৫.৪৫ শতাংশ।
- ৫ বছর থেকে ১০ বছরের কম: ৫.৫ শতাংশ।
এমনিতে ১৪ জুন থেকেই ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে এসবিআই। দু'কোটি টাকার কম এবং ২১১ দিন থেকে তিন বছরের কম মেয়াদের এফডির ক্ষেত্রে সুদের হার💦 বাড়ানো হয়েছে।