ফিক্সড ডিপোজিটে সুদের হার সংশোধন করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বাছꦺাই করা ম্যাচিওরিটির ক্ষেত্রে ১০ সেপ্টেম্বর থেকে চালু হয়েছে পরিবর্তিত সুদের হা💛র।
পরিবর্তিত নিয়মে এক বছর থেকে দুই বছরের কম মেয়াদে রাখা ফিক্সড ডিপোজিট🔯ে ২০ বেসিস পয়েন্ট সুদের হার কমানো হয়েছে। প্রস্তাবিত নতুন সুদের হার নতুন ডিপোজিট ও ম্যাচিওর হয়ে যাওয়া ডিপোজিট পুনর্নবীকরণের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এর আগে গত ২৭ মে ফিক্সড ডিপোজিটে সুদের হার পরিমার্জন করেছিল এসবিআই।
এসবিআই ফিক্সড ড🤡িপোজিটে ১০ সেপ্টেম্বর থেকে প্রযোজ্🧸য নতুন সুদের হার:
৭ দিন থেকে ৪৫ দিন- ২.৯%
৪৬ থেকে ১৭৯ দিন- ৩.৯%
১৮০ থেকে ২১০ দিন- ৪.৪%
২১১ থেকে ১ বছরের কম পর্যন্ত- ৪.৪%
১ বছর থেকে ২ বছরের কম পর্যন্ত- ৪.৯%
২ বছর থেকে ৩ বছরের কম পর্যন্ত- ৫.১%
৩ বছর থেকে ৫ বছরের কম পর্যন্ত- ৫.৩%
৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত- ৫.৪%
প্রবীণ নাগরিকদের জন্য এসবিআই ফি✨ক্স💞ড ডিপোজিটে ১০ সেপ্টেম্বর থেকে প্রযোজ্য নতুন সুদের হার:
৭ দিন থেকে ৪৫ দিন- ৩.৪%
৪৬ থেকে ১৭৯ দিন- ৪.৪%
১৮০ থেকে ২১০ দিন- ৪.৯৪%
২১১ থেকে ১ বছরের কম পর্যন্ত- ৪.৯%
১ বছর থেকে ২ বছরের কম পর্যন্ত- ৫.৪%
২ বছর থেকে ৩ বছরের কম পর্যন্ত- ৫.৬%
৩ বছর থেকে ৫ বছরের কম পর্যন্ত- ৫.৮%
৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত- ৬.২%
✱প্রবীণ নাগরিকদের জন্য এসবিআই স্পেশ্যাল এফডি প্রকল্প ‘এসবিাই উইকেয়ার’:
রিটেল টার্ম ডিপোজিট বিভাগে বিশেষ SBI Wecare ডিপোজিট প্রকল্প আনল স্টেট ব্যাঙ্ক। এই প্রকল্পে অতিরিক্ত ৩০ বিপিএস প্রিমিয়াম (বর্তমাﷺনে চালু ৫০ বিপিএস-এর উপরে যুক্ত) দেওয়া হবে শুধুমাত্র ৫ বছর ও তার বেশি মেয়াদের টার্ম ডিপোজিটের উপরে। আগামী ৩১ ডিসেম্বর ২০২০ তারিখ পর্যন্ত এই প্রকল্পে টাকা জমা রাখা যাবে।