উত্তর প্রদেশের জ্ঞানবাপী মসজিদ কম্প্লেক্সে ‘শিবলিঙ্গ’ উদ্ধার বিতর্কে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। সেখানে উদ্ধার হওয়া বস্তু, যাকে শিবলিঙ্গ বলে দাবি করেছে একপক্ষ, সেই অংশটি ঘিরে ‘সায়ান্টিফিক সার্ভে’ (বৈজ্ঞানিক সমীক্ষা) ও ‘কার্বন ডেটিং’ আপাতত পিছিয়ে দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সদ্যই এই ‘শিবলিঙ্গ’ ইস্যুতে মামলা ঘির🐟ে এলাহাবাদ হাইকোর্ট কার্বন ডেটিং এর নির্দেশ দেয়। দেশের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে সেই নির্দেশ দিয়েছিল এলাহাবা💝দ হাইকোর্ট। এরপর শুক্রবার সেই পদক্ষেপ পিছিয়ে দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
বারাণসীর জ্ঞানবাপী মসজিদ বিতর্কে বড় রায় সুপ্ꩲরিম কোর্টের। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় , বিচারপতি পিএস নরসিংহ, বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে এই শিবলিঙ্গ উদ্ধার বিতর্ক ঘিরে মামলা ওঠে। সদ্য এলাহাবাদ হাইকোর্ট এই মামলায় কার্বন ডেটিং করার ও সায়ান্টিফিক সার্ভে করার যে নির্দেশ এসেছিল, তা আরও বেশি খতিয়ে দেখা প্রয়োজন ও এর সংশ্লিষ্টদের আরও বেশি যত্নবান হওয়া প্রয়োজন এই পদক্ষেপ ঘিরে। সুপ্রিম কোর্ট বলছে, এলাহাবাদ কোর্টের নির্দেশের কার্যকারিতা আপাতত পরবর্তী শুনানি পর্যন্ত স্থগিত রাখা হচ্ছে। এলাহাবাদ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে অঞ্জুম ইসলামিয়া মসজিদ কমিটি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। যে নির্দেশে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে ওই কার্বন ডেটিং ও সায়ান্টিফিক সার্ভের কথা বলা হয়েছিল।
( ছাদনাতলায় বরের সামনে এন্♌ট্রি প্রেমিকের, কনের সিঁদুরদানে তু🤡লকালাম! এরপর যা হল…)
( আয়েসে চা পানের সময় বুক পকেটে হঠাৎ মোবাইল বিস্ফোরণ! কোথায় ঘটল♋?)
এদিকে, উত্তর প্রদেশ সরকারের তরফে ক♎োর্টে প্রতিনিধিত্ব করেন সলিসিটার জেনারেল তুষার মেহতা। তিনি কোর্টের এই নির্দেশে সম্মত হন। তিনি কার্বন ডেটিংএর ফলে ওই কাঠামোয় ক্ষতি 🍰নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হাত ধরে অন্য কোনও প্রক্রিয়ায় এই সময়কাল নির্ণয়ের পথ দেখা যায় কি না, সেদিকে খেয়াল রাখত হবে। এর আগে, ২০২২ সালের সেপ্টেম্বরে শিবলিঙ্গ উদ্ধার বিতর্কে একটি বৈজ্ঞানিক তদন্তের দাবি আগেই ওঠে। তারপরই মামলা আইনি পথে এগিয়ে যায়।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়🅘। HT 🦂App ডাউনলোড করার লিঙ্ক