নির্বাচন কমিশনার অরুণ গোয়েলকে নিয়োগের প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্🌸টের প্রশ্নের মুখে পড়ল কেন্দ্র। শীর্ষ আদালত কড়া ভাষায় মন্তব্য করল, 'তড়িঘড়ি' এবং 'ভয়ঙ্কর দ্রুততায়' অরুণের নিয়োগের ফাইল ছেড়ে দেওয়🅰া হয়েছে। পালটা শীর্ষ আদালতে পুরো বিষয়টি খতিয়ে দেখার আর্জি জানিয়েছে কেন্দ্র।
বুধবার কেন্দ্রের কাছে নির্বাচন কমিশনার গোয়েলের নিয়োগ (সোমবারই দায়িত্বভার গ্রহণ কꦺরেছেন) সংক্রান্ত ফাইল দেখতে চেয়েছিল শীর্ষ আদালত। সেই মামলায় বৃহস্পতিবার বিচারপতি কেএম জোসেফের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ প্রশ্ন করে, 'এটা কী ধরনের মূল্যায়ন প্রক্রিয়া? আমরা অরুণ গোয়েলের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছি না। আমাদের প্রশ্ন হচ্ছে নিয়ো🙈গ প্রক্রিয়া নিয়ে।'
শীর্ষ আদালতের একের পর এক প্রশ্নে জর্জরিত হয়ে বেঞ্চকে গোয়েলের নিয়োগ সংক্রান্ত পুরো বিষয়টি বিবেচনা করে দেখতে বলেন অ্যাটর্নি জেনারেল আᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚর বেঙ্কটরামানি। বৃহস্পতিবার কেন্দ্রের শীর্ষ আইনি অফিসার বলেন, 'কিছুক্ষণের জন্য দয়া করে মুখ বন্ধ রাখুন। পুরো বিষয়টি বিবেচনা করার আর্জি জানাচ্ছি।'
নির্বাচন কমিশনার এবং মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে কলেজিয়ামের মতো প্রক্রিয়ার আর্জি জানিয়ে যে একগুচ্ছ মামলা দায়ের হয়েছে, স✅েই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প𓆉াঁচ সদস্যের বেঞ্চ জানিয়েছে, ১৯৮৫ ব্যাচের আইএএস অফিসার (পঞ্জাব ক্যাডারের) স্বেচ্ছাবসর গ্রহণ করেছিলেন। যিনি দীর্ঘদিন কেন্দ্রীয় সরকারের সচিব পদে কর্মরত ছিলেন। অবসরগ্রহণের একদিনের মধ্যেই তাঁর ফাইল ছেড়ে দিয়েছিল কেন্দ্রীয় আইন মন্ত্রক। একদিনের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চারজনের নাম পেশ করা হয়েছিল। ২৪ ঘণ্টার মধ্যেই রাষ্ট্রপতির অনুমোদন মিলেছিল।