নির্বাচন কমিশনার অরুণ গোয়েলকে নিয়োগের প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ল কেন্দ্র। শীর্ষ আদালত কড়া ভাষায় মন্তব্য করল, 'তড়িঘড়ি' এবং 'ভয়ঙ্কর দ্রুততায়' অরুণের নিয়োগের ফাইল ছেড়ে দেওয়া হয়েছে। পালটা শীর্ষ আদালতে পুরো বিষয়টি খতিয়ে দে🐭খার আর্জি জানিয়েছে কেন্দ্র।
বুধবার কেন্দ্রের কাছে নির্বাচন কমিশনার গোয়েলের নিয়োগ (সোমবারই দায়িত্বভার গ্রহণ করেছেন) সংক্রান্ত ফাইল দেখতে চেয়েছিল শীর্ষ আদালত। সেই মামলায় বৃহস্পতিবার বিচারপতি কেএম জোসেফের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ প্রশ্ন করে, 🌺'এটা কী ধরনের মূল্যায়ন প্রক্রিয়া? আমরা অরুণ গোয়েলের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছি না🅷। আমাদের প্রশ্ন হচ্ছে নিয়োগ প্রক্রিয়া নিয়ে।'
শীর্ষ আদালতের একের পর এক প্রশ্নে জর্জরিত হয়ে বেঞ্চকে গোয়েলের নিয়োগ সংক্রান্ত পুরো বিষয়টি বিবেচনা করে দেখতে বলেন অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরামানি। বৃহস্পতিবার কেন্দ্রের শীর্ষ আইনি অফিসার বলেন, 'কিছুক্ষণের জন্য দয়া করে মুখ বন্ধ রাখুন। পুরো বিষয়টি বিবেচনা করার আর্জি🐼 জানাচ্ছি।'